আজ শুক্রবার | ৮ আগস্ট ২০২৫ | ২৪ শ্রাবণ ১৪৩২ | ১৩ সফর ১৪৪৭ | রাত ১০:৫৬

নতুন বছরে কবি সাহিত্যিকদের শুভেচ্ছা

ডান্ডিবার্তা | ০১ জানুয়ারি, ২০২৫ | ১১:৫১ পূর্বাহ্ণ

জাহাঙ্গীর ডালিম
বছরের শেষ মাস ডিসেম্বর মাস। নতুন বছরের আগমনী বার্তা, শীতের আমেজ, সবকিছু মিলিয়ে যে দিকেই তাকাই চারপাশে একটা উৎসব মুখোর পরিবেশ। কি বাস্তব জগত, সবাই ঘরে ফিরছে নাড়ীর টানে, বাবা-মা, ভাইবোন, প্রিয়জনের সান্নিধ্যে। ডিসেম্বরের শরীরে কত কী যে লেগে আছে! শীতকালে মাটির উনুনের আঁচে ভাইবোনের সঙ্গে বসে আগুনের তাপ নেয়া, উষ্ণতা পেতে মায়ের বুকের আরো কাছে লেপ্টে থাকা, খেজুর রসের পায়েস রান্না, ভোরের বাতাসে মিষ্টি গন্ধ, দাদার কোলে বসে কুয়াশার ভালবাসায় শিশিরের জন্ম দেখা, আরো কত কত মধুর স্মৃতি। স্মৃতির ভাঁজে ভাঁজে কত কত অশ্রæ লুকিয়ে থাকে, যদিও সে অশ্রæকণা জগতের সবচেয়ে বিশুদ্ধ জলকণা। বিশেষ করে মনে পড়ে যায় আমার মায়ের কথা। অনেক বছর হয়ে গেলো মা’কে দেখতে পাই না। এই নতুন বছরের প্রথম দিনে দৈনিক ডান্ডিবার্তার প্রকাশক সম্পাদক শ্রদ্ধেয় হাবিবুর রহমান বাদল ভাইয়ের কাছে কৃতজ্ঞতা জানাই। তিনি আমাকে ডান্ডিবার্তার সাহিত্যবার্তা সাহিত্য পাতাটি দেখার জন্য দায়িত্ব দিয়েছেন। আমাদের এই সাহিত্য পাতা যে সব লেখক, লেখিকারা লেখা দেন। তাদের কে নতুন বছর ২০২৫ সালের শুভেচ্ছা। আমাকে লেখা দিয়ে সমৃদ্ধ করার জন্য। আর নারায়ণগঞ্জ এর কবি সাহিত্যিক সকল ভাই, বোনদের ও জানাই শুভেচ্ছা। নতুন বছর ২০২৫ সাল হোক প্রার্থনা করি, নিবিড় আনন্দে সকলের উৎসব হোক আরো ঝলমলে। সকলের মধু মাখা হাসি ছড়িয়ে পড়ুক পৃথিবীর আনাচে-কানাচে। সবার জন্য নতুন বছর ভালো হোক, আরো ভালো হোক সকলের। এই কামনা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা