
ডান্ডিবার্তা রিপোর্ট
নতুন বছরে বিএনপির রাজনীতি নয়া মোড় দেখা দিয়েছে। ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে র্যালী ও জেলা কৃষকদলের কমিটি বিলপ্তের মধ্য দিয়ে বিএনপির রাজনীতির নতুন বছরের সুচনা হলো। তবে বিএনপির নেতাদের মধ্যে পদ হারানোর আতঙ্ক জেঁকে বসেছে। কবে কার পদ চলে যায় কেউ তা জানে না। বিএনপির কেন্দ্রীয় নীতিনির্ধারনী কমিটি তদন্তের মাধ্যমে দলে শুদ্ধি অভিযান শুরু করেছে। বিএনপির নামে যারা অপকর্ম করেছে তাদের প্রথমে দলীয় পাওয়ার ছিনিয়ে নিয়ে পরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে কেন্দ্রীয় সূত্রে জানা গেছে। গত ২৪ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানান, তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর নতুন বছরের প্রথম দিনই জেলা কৃষক দলের কমিটি বিলুপ্তের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে বিএনপির রাজনীতির যাত্রা শুরু হলো। তবে বিএনপির তালিকায় রয়েছে অচিরেই নারায়ণগঞ্জ মহানগর কমিটি বিলুপ্ত করা হবে। তবে কবে নাগাদ বিলুপ্ত হবে তার তারিখ এখনো নির্ধারণ হয়নি। তবে এ বছরটি হবে বিএনপি নেতাদের কর্মীদের উত্থান পতনের বছর। বিএনপি নতুন আঙ্গিকে তরুনদের সামনে এনে এবং ত্যাগীদের সাথে নিয়ে সমন্বয় করে নতুন করে শক্তিশালী কমিটি করে দলের ভবিষ্যত পরিকল্পনা হাতে নিয়েছে। মাত্র ৫ মাসে বিএনপির অনেক নেতার ভাগ্য পরির্বতন হয়েগেছে। স্বৈরাচারী সরকারের পতনের পর বিএনপির নাম ভাঙ্গিয়ে স্থানীয় শীর্ষ নেতা থেকে শুরু করে পাতি নেতারাও দাপট দেখাতে শুরু করেছে। আর এ সুযোগে অনেকে পতিত স্বৈরাচার সরকারের দোসরদের মোটা অংকের টাকার বিনিমেয়ে এলাকায় ফিরে আসার সুযোগ করে দিয়েছে। তার রিপোর্ট তদন্ত কমিটির হাতে রয়েছে। অনেকে মেতে উঠেছিল মামলা বানিজ্যে। এই সমস্ত আমলনামা এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে। আর তারেক রহমান বিএনপিকে কলঙ্কমুক্ত দল হিসাবে প্রতিষ্ঠিত করতে দলে শুদ্ধি অভিযান শুরু করেছেন। যারা তালিকায় রয়েছেন তাদের আম-ছালা দুটোই যাবে। দলীয় পদের পাশাপাশি বিএনপির সকল সদস্যপদও হারাবেন। যার নজির ইতিমধ্যে সৃষ্টি হয়েছে। সম্প্রতি সিদ্ধিরগঞ্জের বিএনপির নেতা বাস চালককে দলীয় প্রভাব খাটিয়ে মারধর ও সাংবাদিককে লাঞ্ছিত করে তার সকল পদসহ দলের প্রাথমিক সদস্য পদও হারিয়েছেন। তবে নতুন বছরটি বিএনপির কিছু নেতার চোখে কান্না থাকবে আবার কিছু নেতার মুখে হাসি ফুটবে। এমনটাই ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের। কেন্দ্রীয় বিএনপির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, বিভিন্ন সময় দলীয় নেতারা তাদের ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য অনেক ত্যাগী নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের দলীয় কার্যক্রম থেকে দুরে রেখেছে এমনকি কারো বিরুদ্ধে নানা কুৎসা রটিয়ে দল থেকে বহিস্কার পর্যন্ত করিয়েছে। আর তাদের দলের কেন্দ্রীয় পর্যায়েও কতিপয় নেতার হাত রয়েছে যারা বিগত সময় জেলা বা মহানগর পর্যায়ের নেতাদের কাছ থেকে সুবিধা নিয়ে ত্যাগী ও প্রবীন নেতাদের মাইনাস করে রেখেছে। সেই সকল নেতাদের বহিস্কার আদেশ প্রত্যাহারসহ দলে ফিরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে যারা দলের জন্য ক্ষতিকারক তাদের দল থেকে বাদ দেয়া হবে বলে জানা গেছে। এদিকে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির একাধিক নেতা মনে করেন বিএনপি আগামী দিনে অনেক শক্তিশালী হবে। আর অসাধু নেতারা ঝড়ে যাবে। যাদের কারণে বিএনপির সুনাম নষ্ট হয়েছে এমনকি তাদের দ্বারা দলের ক্ষতি হবে তাদের দল থেকে বাদ দিয়ে নতুন দিগন্তের পথে বিএনপি হাটবে এমনটাই নতুন বছরের প্রত্যাশা সাধারণ মানুষের।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯