আজ শনিবার | ১০ মে ২০২৫ | ২৭ বৈশাখ ১৪৩২ | ১১ জিলকদ ১৪৪৬ | সকাল ৯:৩৫

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বন্দরে জামায়াতের বিক্ষোভ

ডান্ডিবার্তা | ০১ মার্চ, ২০২৫ | ১০:৪৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে বন্দরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। গতকাল শুক্রবার বাদ জুমা বন্দর উপজেলার মদনপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সোনারগাঁ আইডিয়াল কলেজের প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূঁইয়া। প্রধান অতিথি বলেন, দ্রব্যমূল্যের কষাঘাতে দেশের মানুষ আজ বিপর্যস্ত। দুবেলা, দুমুঠো খাবার জোগাড় করতেই তারা দিশেহারা হয়ে পড়ছে। এর মধ্যেই রমজান সামনে রেখে দ্রব্যমূল্য আবারও দফায় দফায় বৃদ্ধি পাচ্ছে। কিছু মানুষ রমজান আসলে সিন্ডিকেট করে বাজারের দাম বাড়িয়ে দেয়। হুঁশিয়ারি করে বলে দিতে চাই কেউ অন্যায়ভাবে দাম বাড়ালে তার বিরুদ্ধে জামায়াত ব্যবস্থা নিতে বাধ্য হবে। রমজানে দিনের বেলায় কোনো হোটেল ও রেস্তোরা খোলা যাবে না। অবিলম্বে বাজার নিয়ন্ত্রণ করে দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবি জানিয়ে হাফিজুর রহমান বলেন, সাধারণ মানুষ যেন নির্বিঘেœ সাহরি ও ইফতার করতে পারে, সে জন্য প্রয়োজনে সরকারের পক্ষ থেকে ভর্তুকি দিয়ে হলেও রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে। রমজানে পণ্যের কারসাজি হলে আমরা মানবো না। সোনারগাঁ উত্তর থানার আমির মাওলানা মো. ইসহাকের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন- জেলার কর্মপরিষদ সদস্য মো. সালাহ উদ্দিন, মাওলানা মো. খোরশেদ আলম, সোনারগাঁ দক্ষিণ থানার সেক্রেটারি মো. আসাদুল ইসলাম, বন্দর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, মো. মফিজুল ইসলাম, মো. ইয়াছিন মোল্লা, মো. ইয়াছিন মিয়া প্রমুখ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা