আজ শনিবার | ১৬ আগস্ট ২০২৫ | ১ ভাদ্র ১৪৩২ | ২১ সফর ১৪৪৭ | সকাল ১১:১৭

সিদ্ধিরগঞ্জ ওসিসহ তিন পুলিশ কর্মকর্তা প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ

ডান্ডিবার্তা | ১৬ আগস্ট, ২০২৫ | ৮:০৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
সিদ্ধিরগঞ্জে মাকসুদুল হাসান জনি হত্যা মামলার আসামিদের গ্রেফতার না করার অভিযোগে থানার ওসি শাহিনুর আলমসহ তিন পুলিশ কর্মকর্তার প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন নিহতের পরিবার ও এলাকাবাসী। গতকাল শুক্রবার বেলা ২টা থেকে প্রায় এক ঘণ্টা ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে যানজটের সৃষ্টি হয়। অবরোধ চলাকালে বিক্ষোভকারীরা আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে নানা স্লোগান দেন। প্রত্যাহার দাবি করা অন্য দুই পুলিশ কর্মকর্তা হলেন সিদ্ধিরগঞ্জ থানার সেকেন্ড অফিসার মাহবুব হাসান ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বজলুর রহমান। বিক্ষোভে নিহত জনির স্ত্রী মোনালিসা কানন ইভা, শ্বাশুড়ী মমতাজ বেগম, বোন সুমাইয়া আক্তার, মা মাজেদা বেগম, জনির বাবা শুক্কুর আলী, বড় ভাই জুয়েল ও ছোট ভাই ফাহিমসহ স্থানীয়রা অংশ নেন। প্রসঙ্গত, নিখোঁজের তিন দিন পর গত ১৮ জুলাই দুপুরে সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী এলাকার নির্মাণাধীন ‘তাকওয়া’ ভবনের লিফট শ্যাপ্টের নর্দমা পানিতে জনির মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন ১৯ জুলাই জনির পিতা শুক্কুর আলী সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও তিনজনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা