আজ শনিবার | ১৬ আগস্ট ২০২৫ | ১ ভাদ্র ১৪৩২ | ২১ সফর ১৪৪৭ | সকাল ১১:১২

রাজনীতিতে জড়ানোর ইচ্ছে নেই

ডান্ডিবার্তা | ১৬ আগস্ট, ২০২৫ | ৮:১৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
আগামী বছরের ফেব্রুয়ারিতে আসন্ন সাধারণ নির্বাচনে সক্রিয় রাজনীতিতে যুক্ত হওয়ার কোনো ইচ্ছে নেই বলে জানিয়েছেন বাংলাদেশ অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সম্প্রতি মালয়েশিয়া সফরে গিয়ে দেশটির জাতীয় সংবাদ সংস্থা বারনামাকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। বার্নামায় সাক্ষাৎকার দেয়ার সময় তিনি পত্রিকাটির প্রধান সম্পাদক আরুল রাজু দুরার রাজ, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ভুন মিয়াও পিং এবং অর্থনীতিবিষয়ক সহকারী সম্পাদক কিশো কুমারী সুচেদারামের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ সময় বাংলাদেশ পুনরুদ্ধার ও পুনর্গঠনের প্রচেষ্টায় তার উপর অর্পিত দায়িত্বের কথাও তুলে ধরেন। তিনি বলেন, আমাদের এখন লক্ষ্য হলো অন্তর্বতীকালীন প্রশাসনকে তার সংস্কার এজেন্ডা বাস্তবায়নের দিকে পরিচালিত করা। ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘গত এক বছরে আমরা অনেকটা পথ এসেছি; অনেক কিছু অর্জন করেছি। এই আগস্টে আমাদের প্রথম বছর সম্পন্ন করেছি। এ সময়ের অন্যতম বড় অর্জন হলো ঐকমত্য কমিশন গঠন করা। যেটি ১১টি সংস্কার কমিশনের ওপর ভিত্তিতে তৈরি হয়েছে। ঐকমত্য কমিশন নির্বাচনসংক্রান্ত সংস্কার প্রতিবেদন এ মাসের শেষের দিকে দিতে পারে। যার মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা গঠন করা যাবে।’ তিনি আরো বলেন, ‘আমরা এটির শেষ দিকে আসছি। সম্ভবত এ মাসের শেষ দিকে আমরা ঐকমত্য কমিশনের প্রতিবেদন পাব।’ এই ঐকমত্য কমিশনকে রাজনৈতিক স্পর্শকাতর ও অন্য বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর থেকে সম্মতি আদায়েরও দায়িত্ব দেয়া হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ‘রাজনৈতিক বিষয়ে, একটি ঐকমত্য প্রয়োজন। সংসদ এককক্ষ বিশিষ্ট নাকি দ্বিকক্ষ বিশিষ্ট হবে- এটি নিয়ে অনেক বিতর্ক রয়েছে।’ উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পর ২০২৪ সালের ৮ আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বতীকালীন সরকারের নেতৃত্ব দেয়ার জন্য নির্বাচিত করেছিলেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা