
ডান্ডিবার্তা রিপোর্ট
আগামী বছরের ফেব্রুয়ারিতে আসন্ন সাধারণ নির্বাচনে সক্রিয় রাজনীতিতে যুক্ত হওয়ার কোনো ইচ্ছে নেই বলে জানিয়েছেন বাংলাদেশ অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সম্প্রতি মালয়েশিয়া সফরে গিয়ে দেশটির জাতীয় সংবাদ সংস্থা বারনামাকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। বার্নামায় সাক্ষাৎকার দেয়ার সময় তিনি পত্রিকাটির প্রধান সম্পাদক আরুল রাজু দুরার রাজ, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ভুন মিয়াও পিং এবং অর্থনীতিবিষয়ক সহকারী সম্পাদক কিশো কুমারী সুচেদারামের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ সময় বাংলাদেশ পুনরুদ্ধার ও পুনর্গঠনের প্রচেষ্টায় তার উপর অর্পিত দায়িত্বের কথাও তুলে ধরেন। তিনি বলেন, আমাদের এখন লক্ষ্য হলো অন্তর্বতীকালীন প্রশাসনকে তার সংস্কার এজেন্ডা বাস্তবায়নের দিকে পরিচালিত করা। ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘গত এক বছরে আমরা অনেকটা পথ এসেছি; অনেক কিছু অর্জন করেছি। এই আগস্টে আমাদের প্রথম বছর সম্পন্ন করেছি। এ সময়ের অন্যতম বড় অর্জন হলো ঐকমত্য কমিশন গঠন করা। যেটি ১১টি সংস্কার কমিশনের ওপর ভিত্তিতে তৈরি হয়েছে। ঐকমত্য কমিশন নির্বাচনসংক্রান্ত সংস্কার প্রতিবেদন এ মাসের শেষের দিকে দিতে পারে। যার মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা গঠন করা যাবে।’ তিনি আরো বলেন, ‘আমরা এটির শেষ দিকে আসছি। সম্ভবত এ মাসের শেষ দিকে আমরা ঐকমত্য কমিশনের প্রতিবেদন পাব।’ এই ঐকমত্য কমিশনকে রাজনৈতিক স্পর্শকাতর ও অন্য বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর থেকে সম্মতি আদায়েরও দায়িত্ব দেয়া হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ‘রাজনৈতিক বিষয়ে, একটি ঐকমত্য প্রয়োজন। সংসদ এককক্ষ বিশিষ্ট নাকি দ্বিকক্ষ বিশিষ্ট হবে- এটি নিয়ে অনেক বিতর্ক রয়েছে।’ উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পর ২০২৪ সালের ৮ আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বতীকালীন সরকারের নেতৃত্ব দেয়ার জন্য নির্বাচিত করেছিলেন।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯