আজ শনিবার | ১৬ আগস্ট ২০২৫ | ১ ভাদ্র ১৪৩২ | ২১ সফর ১৪৪৭ | সকাল ১১:১৩

আদালতপাড়া এখন ভোটের উৎসব

ডান্ডিবার্তা | ১৬ আগস্ট, ২০২৫ | ৮:১০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির এবারের নির্বাচনের মধ্য দিয়ে আইনজীবী সমিতিতে ফিরেছে ভোটের উৎসব। সেই সাথে সকল আইনজীবীদের মধ্যেই বিরাজ করছে উৎসবমুখর আমেজ। প্রায় সকল আইনজীবীরাই নির্বাচনকে স্বাগত জানাচ্ছেন। সকলেরই প্রত্যাশা যেন নির্বাচন হয় এবং সকলেই যেন ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন। আদালতপাড়া সূত্র বলছে, আগামী ২৮ আগস্ট নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এবারের নির্বাচনকে কেন্দ্র করে তিনটি প্যানেল অংশ নিচ্ছে। যার মধ্যে বিএনপি পন্থী আইনজীভীদের দুইটি প্যানেল এবং জামায়াতপন্থী আইনজীবীদের একটি প্যানেল। আর এই তিন প্যানেলের লড়াইকে কেন্দ্র করে জমজমাট হয়ে উঠছে আইনজীবী সমিতির নির্বাচন। সাধারণ আইনজীবীদের বক্তব্য- আমরা নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন চাই। দীর্ঘদিন ধরে আইনজীবী সমিতির নির্বাচনে ভোট দিতে পারি না। আগে যখন নির্বাচন হতো তখন আদালপাড়ায় একটি উৎসব হতো। সকলেই মিলেই অনেক আনন্দ করতাম। কিন্তু বিগত সময়ে এটা আর হচ্ছিলো না। তবে এবারের নির্বাচনের মধ্য দিয়ে আইনজীবী সমিতির হারানো দিনগুলো আবার ফিরে আসছে। যা আদালপাড়ার আইনজীবীদের মধ্যে উৎসবের আমেজ ফিরে এসেছে। আর এটা সম্ভব হয়েছে বিএনপিপন্থী সিনিয়র আইনজীবীদের সদৃইচ্ছার কারণে। একই সাথে আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধানও কৃতিত্বের দাবীদার। আদালতপাড়া সূত্র বলছে, দীর্ঘ প্রায় ১৬ বছর ধরে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলো আওয়ামী লীগ। আর এই দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকায় বিএনপির নেতাকর্মীরা নানাভাবে নির্যাতিত নিপেড়িত নিস্পেষিত হন। কেউ বা গুমের শিকার হয়েছেন আবার কেউ হত্যাকা-ের শিকার হয়েছেন। বিগত প্রায় ১৬ বছরে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় বিএনপির আইনজীবীরাও স্বস্তিতে থাকতে পারেননি। তাদেরকেও নানাভাবে নির্যাতন নিপীড়ন অপমান অপদস্থ হয়েছেন। পাশাপাশি জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক দলের আইনজীবীরাও নিপীড়নের শিকার হয়েছেন। দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির নেতৃত্ব থেকে বঞ্চিত থেকেছেন। আইনজীবীরা নিরাপদে ভোট দিতে পারেননি। নির্বাচনের সময় বহিরাগতরা আদালতপাড়ায় এসে শোডাউন দিয়েছেন। আইনজীবীদেরকে হেনেস্তা করেছেন। এরই মধ্যে গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন হয়। আর এই পতনের মধ্য দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি নারায়ণগঞ্জ আদালতপাড়ায় আওয়ামী লীগপন্থী আইনজীবীরাও আত্মগোপনে চলে যান। তাদের এই আত্মগোপনে চলে যাওয়ার মধ্য দিয়ে দীর্ঘদিন পর আইনজীবী সমিতির কর্তৃত্বে আসেন বিএনপির আইনজীবীরা। সেই সাথে বিএনপির অন্যান্য আইনজীবীরাও প্রভাব আধিপত্য ফিরে পান। তারই ধারাবাহিকতায় এবার উৎসবমুখর আমেজের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিএনপি ও জামায়াতে ইসলামী সহ অন্যান্য আইনজীবীদের মধ্যে থেকেই আলাদা আলাদা প্যানেল ঘোষণা হয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা