আজ শনিবার | ১৬ আগস্ট ২০২৫ | ১ ভাদ্র ১৪৩২ | ২১ সফর ১৪৪৭ | সকাল ১১:১৪

শোক দিবসে নেতাদের হদিস নেই

ডান্ডিবার্তা | ১৬ আগস্ট, ২০২৫ | ৮:১৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
আওয়ামীলীগের লোক দিবসে নারায়ণগঞ্জে কোন কর্মসূচির খবর পাওয়া যায়নি। নেতাকর্মীরা গ্রেফতার আতঙ্কে ঘরছাড়া। যাদের ভরসায় পাতি নেতারা শোক দিবস পালন করতো তারা আজ নির্বাচনে ও কারাগারে। এছাড়া প্রশাসন মানবতা বিরোধী ও হত্যার অপরাধে আওয়ামলিীগ ও আওয়ামীলীগের সহযোগি সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার অব্যাহত রেখেছে। এছাড়া সরকার থেকে আওয়ামীলীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। সেই সাখে ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ ও ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছে। এদিকে সাবেক প্রভাবশালী মন্ত্রী গোলাম দস্তগীর গাজী কারাগারে প্রায় সাড়ে এগারো মাস, তিন মাসের বেশি সময়ে কাশিমপুর কারাগারে সাবেক প্রভাবশালী নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভী। ইতোমধ্যে গাজী আন্তর্জাতিক ট্রাইব্যুানালে মামলায় শ্যোন এরেষ্ট রয়েছেন। অন্যদিকে হাইকোর্ট থেকে জামিনের অপেক্ষা সময় প্রহল গুনছে আইভী। শেখ হাসিনার দেশত্যাগে পর আত্মগোপনে চলে যান সাবেক প্রভাবশালী এমপি শামীম ওসমান, আব্দুল্লাহ আল কায়সার হাসনাত ও হুইপ নজরুল ইসলাম বাবু সহ জেলা মহানগর আওয়ামীলীগের পদধারী নেতারা। গত বছর জুলাই-আগষ্ট থেকে জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুর হাই, সাধারণ সম্পাদক ভিপি বাদল, মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক খোকন সাহা, সহ-সভাপতি চন্দন শীল সহ থানা-উপজেলা পদধারী নেতারা পালিয়েছেন। যার কারণে এক বছর যাবৎ নেতা-নেত্রী শূণ্য হয়ে পড়েছে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের। ফলে গতকালের শোক দিবন পালনে নেই কোন আয়োজন করতে পারেনি। জানা যায়, গত বছর ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকার পতনের পর নিজ বাড়িতে অবস্থান করেন নাসিকের সাবেক মেয়র ও আওয়ামীলীগের নেত্রী ডা. আইভী। কয়েকদিন নাসিক কার্যালয়ে মেয়র দায়িত্ব পালন করলেও ১৫ আগষ্ট শেখ মুজিবের ম্যূরালে শ্রদ্ধা নিবেদন করে সমালোচনা পড়েন। এর তিন দিন পর তাকে নাসিক মেয়র থেকে অপসারিত করা হয়। এরপর তিনি নিজ বাড়ি চুনকা কুটিরে অবস্থান করলেও গ্রেপ্তার আতংক উড়িয়ে দিতেন। গত ৭ মে সাবেক রাষ্ট্রপতি আব্দুর হামিদ দেশত্যাগের সংবাদে নড়েচড়ে বসেন অন্তবর্তী সরকার। এর জের ধরে ৮ মে রাতে আইভী বাড়িতে যান আইন শৃঙ্খলা বাহিনী। রাতভর অভিযানে নাটকীয় মোড় নিয়ে ৯ মে ভোরে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার করা গাড়ী বহরে হামলা ঘটনায় আইভীর আস্থাভাজন ৫২ জনের নাম উল্লেখ করে ২০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। এরই মধ্যে সাত জনকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হলেও বাকিরা গ্রেপ্তারে আতংকে রয়েছেন। নারায়ণগঞ্জ আওয়ামীলীগের এক ভরসা ছিলেন মেয়র আইভী। অন্যদিকে আলোচিত গডফাদার শামীম ওসমান ও ওসমান পরিবারের সদস্য বাহিনীরা আত্মগোপনে চলে গেছেন। অনেকে দেশে থাকলেও নিশ্চুপ রয়েছে। অন্যদিকে বিদেশের মাটিতে পুনরায় ফিরে আসতে ছক একেঁ যাচ্ছেন শামীম ওসমান, আজমেরি ওসমান ও অয়ন ওসমান তার সমর্থকেরা। আওয়ামীলীগ সরকার পতনের সাড়ে ১১ মাস যাবৎ রাজধানী থেকে গ্রেপ্তার হয়ে এখনো কারাগারে বন্দি রয়েছেন সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ত্রাস ছিলেন গাজী ও তার ছেলে পাপ্পা গাজি। গত বছর ২৫ আগষ্ট গাজী গ্রেপ্তারে পর আত্মগোপনে চলে যান তার স্ত্রী সাবেক মেয়র হাসিনা গাজী ও ছেলে পাপ্পা গাজী। চারবারের এমপি নজরুল ইসলাম বাবু সদ্য জাতীয় সংসদের হুইপের দায়িত্বে ছিলেন। আওয়ামীলীগ পতনের আগে তিনি পালিয়েছেন এমন তথ্য পাওয়া গেছে। গত বছর ৪ আগষ্ট নারায়ণগঞ্জের আওয়ামীলীগ নেতা আব্দুল হাই, আনোয়ার হোসেন, খোকন সাহা, আহসান হাবিব ও জি এম আরাফাত মত নেতাদের রাজপথে দেখা গেছে। তাদের কে ওইদিন দুপুর থেকে এখন পর্যন্ত দেখা যায়নি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা