আজ শনিবার | ১৬ আগস্ট ২০২৫ | ১ ভাদ্র ১৪৩২ | ২১ সফর ১৪৪৭ | রাত ৯:৪৬

রূপগঞ্জে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে জামায়াতের মিছিল

ডান্ডিবার্তা | ০১ মার্চ, ২০২৫ | ১০:৫৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
রূপগঞ্জে মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে মিছিল করেন জামায়াতে ইসলামী। গতকাল শুক্রবার দুপুরে রূপগঞ্জ উপজেলা জামাতের আয়োজনে ভুলতা গাউছিয়া এলাকায় এ মিছিলে অংশগ্রহণ করেন জামায়াতের নেতা–কর্মী ও সমর্থকেরা। মিছিলটি ভুলতা গাউছিয়া স্টেশন মসজিদের সামনে থেকে শুরু হয়ে ঢাকা- সিলেট মহাসড়কের গোলাকান্দাইল, সাওঘাট হয়ে গাউছিয়া গোল চত্বরে এক পথ সভার মাধ্যমে শেষ হয়। সংক্ষিপ্ত পথসভায় নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মমিনুল হক সরকার বলেন, রমজানের পবিত্রতা রক্ষায় সরকারের দৃষ্টি আকর্ষণ করতে বলতে চাই। আপনাদের মনিটরিং সেল কার্যকর করুন। দ্রব্যমূল্য যারা বৃদ্ধি করে তাদেরকে নিয়ন্ত্রণ ও আইনের আওতায় এনে মাহে রমজানে রোজাদারদের স্বস্থির নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থা করুন। মমিনুল হক সরকার আরো বলেন, দেশ দ্বিতীয় বার স্বাধীন হওয়ার ৭ মাস অতিবাহিত হতে চললেও আমাদের প্রিয় নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া হয় নাই। এই রমজানের মধ্যেই কারাবন্দি আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করেন তিনি। জামায়াতের এ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন ঢাকার ওয়ারী পশ্চিম থানার শুরা ও কর্ম পরিষদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার হোসাইন মোল্লা, নারায়ণগঞ্জ জেলা জামাতের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইশরাফিল হোসাইন, উপজেলা দক্ষিণ আমির সাইফুল ইসলাম সিরাজী, সেক্রেটারি আনিসুর রহমান, রূপগঞ্জ উপজেলা উত্তর আমির আব্দুল মজিদ,সেক্রেটারি খাইরুল ইসলাম, রূপগঞ্জ পশ্চিম আমির মাওলানা ফারুক আহমেদ, সেক্রেটারি মো: হানিফ ভূঁইয়া প্রমুখ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা