আজ শনিবার | ১০ মে ২০২৫ | ২৭ বৈশাখ ১৪৩২ | ১১ জিলকদ ১৪৪৬ | সকাল ৭:৪৬
শিরোনাম:
সোনারগাঁয়ে চাঁদাবাজরা বেপরোয়া কোটি টাকার মালামাল লুট    ♦     শেখ হাসিনা গডফাদারদের রক্ষা করতে ত্বকী হত্যার বিচার বন্ধ করে রেখেছিল    ♦     পুলিশ কেন আত্মহত্যা করে?    ♦     শেখ হাসিনা গডফাদারদের রক্ষা করতে ত্বকী হত্যার বিচার বন্ধ করে রেখেছিল    ♦     রাজনীতিতে সক্রিয় হচ্ছেন খালেদা জিয়া    ♦     সশস্ত্র বাহিনীর বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও দুই মাস বাড়ল    ♦     রূপগঞ্জে জমিদার সিটির সাইনবোর্ড গুড়িয়ে দিলো ভ্রাম্যমান আদালত    ♦     মুসলিমনগর এলাকার জ্বলাবদ্ধতা নিরসনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন    ♦     বন্দর উপজেলা বিএনপি সভাপতির মামলা বাণিজ্যের অডিও ফাঁস    ♦     আইনজীবীদের প্রতি কৃতজ্ঞ: জাকির খান    ♦    

ছিনতাইকারীদের অভয়ারণ্যে পরিনত না’গঞ্জ

ডান্ডিবার্তা | ০৩ মার্চ, ২০২৫ | ১১:৪১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ মহানগরীতে ছিনতাই যেন মারাত্মক আকার ধারণ করেছে। দিনের বেলায় যেমন তেমন রাত বা ভোরে প্রয়োজনে বাসা থেকে বেরিয়ে ছিনতাইয়ের শিকার হচ্ছেন নগরবাসী। অধিকাংশ ঘটনাতেই ভুক্তভোগীরা মামলার করেন না। ভোগান্তি ও নানাভাবে আবারো হয়রানী থেকে রেহাই পাওয়া, দ্বিতীয়ত সঙ্গে থাকা মোবাইল ও অল্প পরিমাণ অর্থ খোয়া যাওয়ায় ঘটনাটি অনেকেই স্বাভাবিকভাবে নেন। প্রতিনিয়ত এমন ছিনতাইয়ের ঘটনা যেন স্বাভাবিক বিষয় হয়ে দাড়িয়েছে। ছিনতাইকারীদের হাতে হত্যাকান্ডের মতো ঘটনা না ঘটলে কোন ব্যবস্থাই যেন গ্রহণ করে না আইনশৃংখলা বাহিনী। আর এই কারণেই যেন ছিনতাইকারীরা একেবারেই নিরাপদেই বিচরণ করছে নগরীতে। এমন অসংখ্য ছিনতাইয়ের ঘটনার পর সা¤প্রতিক সময়ে নারায়ণগঞ্জ শহরে ছিনতাইয়ের আটটি স্পষ্টকে চিহ্নিত করেছে আনিশৃংখলা বাহিনী ও নগনবাসী। আর এই আটটির মধ্যে অন্যতম চাষাঢ়া, উকিলপাড়ার সামনে বঙ্গবন্ধু সড়ক, নয়ামাটির হোসিয়ারী পল্লীর পাশে অবস্থিত করিম মার্কেট, মাসদাইরের বোয়ালিয়া খাল, জামতলা ও চাষাঢ়া-পঞ্চবটী সড়কের ইসদাইর অক্টো অফিসের সামনে, দেওভোগ পানির ট্যাংকি, জিমখানা রেলওয়ে কলোনি সংলগ্ন জল্লারপাড় পার্ক এবং শীতলক্ষ্যা নদী তীরের ওয়াকওয়েগুলোতে সবচেয়ে বেশি ছিনতাইয়ের ঘটনা ঘটছে। আর এই আটটি ছিনতাইয়ের স্পট ছাড়াও চাষাড়া রাইফেল ক্লাবের সামনে এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকার সিএনজি স্টেশনে ছিনতাইকারীদের দৌড়াত্ম মারাত্মক অবস্থায় রয়েছে। বিশেস করে সিএনজি তে চলাচলরত যাত্রীদের অনেকেই ছিনতাইয়ের কবলে পরে নিঃস্ব হচ্ছেন আবার কেউ কেউ হামরার শিকারও হচ্ছেন। জানা যায়, চাষাঢ়া থেকে দুই নম্বর রেল গেট, চাষাঢ়া থেকে পঞ্চবটী পর্যন্ত ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়ক এবং ফতুল্লার কাশিপুর এলাকায় প্রায় প্রতিদিন ছিনতাইকারীদের কবলে পড়ছেন সাধারণ মানুষ। ছিনতায়ের শিকার ভুক্তভোগী অনেকের সাথে কথা বলে জানা যায়, দিনের বেল্য়া যেমন তেমন , সন্ধ্যার পর থেকে শুরু হয় ছিনতাইকারীদের সড়কে অবস্থান। আর এই কর্মকান্ড চলে মধ্যরাত থেকে ভোর সকাল পর্যন্ত। বিভিন্ন সড়কের আনাচে কানাচে সরব থাকেন ছিনতাইকারীদের চক্র একেবারেই প্রকাশ্যে থাকে। সুবিধাজনক স্থানে কাউকে দেখলেই টার্গেট করে সবকিছু ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এ সময় কেউ তাদের সঙ্গে থাকা টাকা কিংবা মোবাইল এবং স্বর্ণালংকার দিতে রাজি না হলে ছুরিকাঘাত করতেও বিন্দুমাত্র চিন্তা করে না। নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল এবং খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ছিনতাইকারীদের আঘাতে আহত রোগীর সংখ্যা দিনদিন রেড়েই চলছে। প্রত্যাক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রাতে পুলিশ এবং র‍্যাবের টহল বৃদ্ধি না করা হলে ছিনতাইয়ের ঘটনা কোনোভাবেই কমানো সম্ভব না। পাশাপাশি যারা এই অপরাধের সঙ্গে জড়িত তাদের তাদের াধিকাংশরাই চিহ্নিত দাগী আসামী। এই ভয়ংকর অপরাদদের আইনের আওতায় আনা না হলে আরো ভয়ংকর অঘটন ঘটতেই থাকবে। আর জনমনে আতংক যেন কোন অবস্থাতেই দূর করা যাবে না। এমন ছিনতাইয়ের ঘটনায় পুলিশের কয়েকজন সদস্যদের সাথে কথা বলে জানা যায়, ছিনতাইকারীরা রাতে যেখানে দোকানপাট খোলা দেখতে পায় সেখানে অবস্থান নেয়। এরপর সেখান থেকে টার্গেট করা মানুষের পিছু নেয় এবং সময় বুঝে ছিনতাই করে। এর আগে আমরা সন্দেহ করে কাউকে আটকালে জানান দোকানে এসেছেন। তাই আমরা রাত ১২টার পর কোনো দোকানপাট খোলা রাখতে নিষেধ করেছি শহরে। এ বিষয়ে নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট এ বি সিদ্দিক বলেন, “পুলিশ যে চেষ্টা করছে না তা নয়। তারা চেষ্টা করছেন তবে আরো বেশি করে কাজ করতে হবে। কারা এগুলো করছে তাদের ধরতে হবে। ছিনতাইকারীদের চেয়ে প্রশাসনকে বেশি স্মার্ট হতে হবে। টহল বৃদ্ধি না করলে ছিনতাই প্রতিরোধ সম্ভব হবে না।” নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন ছিনকাইকারীদের বিষয়ে বলেন, আমাদের পুলিশ সক্রিয় আছে ছিনতাই প্রতিরোধে। আমরা সব ধরনের চেষ্টা করছি। আগের চেয়ে শহরে ছিনতাই কমেছে। আশা করি নারায়ণগঞ্জ শহর থেকে ছিনতাইকারী নির্মূল করতে পারবো। নাসির উদ্দিনের এমন বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শহরের পপুলার ডায়াগণস্টিক সেন্টারের সামনে ফিল্মী স্টােইলে ছিনতাইকারীদের ছিনতাইয়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যা ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। অনেকেই বলেন, এমন ছিনতাইয়ের ঘটনা সত্যিই আতংকের বিষয়। প্রতিটি মোড়ে মোড়ে যেন ছিনতাইকারীরা অবস্থান নিয়েছে। এখন কি বলবেন আইনশৃংখলা বাহিনী।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা