আজ শনিবার | ১০ মে ২০২৫ | ২৭ বৈশাখ ১৪৩২ | ১১ জিলকদ ১৪৪৬ | সকাল ৯:৪৭

মদনপুরে চা দোকানিকে পিটিয়ে জখম

ডান্ডিবার্তা | ০৫ মার্চ, ২০২৫ | ১২:২৭ অপরাহ্ণ

বন্দর প্রতিনিধি
বন্দর উপজেলার মদনপুর কলাবাড়ি এলাকায় জমি সংক্রান্তের জের ধরে গত সোমবার বিকেলে কলাবাড়ি এলাকার আলী আকবরের ছেলে মোঃ খলিলের উপর হামলার ঘটনা ঘটেছে। আহত খলিল জানান একই এলাকার সাইফুল খন্দকার তার ক্রয়কৃত জমি মাপামাপি করছিলেন এ সময় উভয় পক্ষে কথা কাটাকাটি হয় তারা পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে রামদা চাপাতি ও বাঁশের লাঠি, কাঠের ফালি, এবং লোহার রড় নিয়ে আমার উপর অতর্কিত হামলা করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। পরবর্তীতে জুবায়ের উত্তেজিত হইয়া তাহার হাতে থাকা ধারালো রাম দা দিয়া আমার মাথা লক্ষ করিয়া হত্যার উদ্দেশ্যে কোপ মারিলে উক্ত কোপ আমার বাম কাধে লাগিয়া গুরুত্বর কাটা রক্তাক্ত জখম হই আমার নিকট লুঙ্গির কোচে থাকা নগদ বিশ হাজার টাকা নিয়া যায়। তারা আমার চা/পানের দোকান ভাংচুর করিয়া পাঁচ হাজার টাকার ক্ষতি সাধন করে। আশেপাশের লোকজন আমার ডাক চিৎকারে আগাইয়া আসিলে তারা বিভিন্ন ভয়ভীতি হুমকি দিয়া চলে যায়। পরবর্তীতে আমি আশেপাশের লোকজনের সহায়াতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বন্দর চিকিৎসা গ্রহন করি। তারা এলাকার চিহ্নিত খারাপ লোক। তাদের দ্বারা আমার ও আমার পরিবারের যে কোন ধরনের ক্ষতির আশংকা বিদ্যমান। এ বিষয়ে তিনজনকে আসামি করে বন্দর থানায় লিখিত অভিযোগ এবং পরবর্তীতে ধামগড় পুলিশ অভিযুক্ত ২নং আসামি জোবায়ের কে আটক করেন। এই ঘটনায় সাইফুল খন্দকার, জোবায়ের ও সহ ৩জন কে আসামি করে বন্দর থানায় মামলা রুজু করা হয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা