আজ শনিবার | ১০ মে ২০২৫ | ২৭ বৈশাখ ১৪৩২ | ১১ জিলকদ ১৪৪৬ | সকাল ১০:০৩

ইতিহাস কাউকে বড় বা ছোট করে না: এসপি

ডান্ডিবার্তা | ০৭ মার্চ, ২০২৫ | ৫:৪০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার বলেছেন, “ইতিহাসে কেউ কাউকে ইচ্ছে করে বড় করতে পারে না, আবার কেউ কাউকে ছোট করতেও পারে না। যদি তা সম্ভব হতো, তাহলে যাদের বড় করা হয়েছিল, তারা ধূলিসাৎ হয়ে যেত না। আবার যাদের মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল, তারা কি সত্যিই ইতিহাস থেকে মুছে গেছে?” তিনি বলেন, “আপনার কর্মকাÐই আপনাকে বড় বা ছোট করবে। কোন মুক্তিযোদ্ধার কী অবদান, তা সবাই জানে। ভুয়া মুক্তিযোদ্ধার সন্তানও জানে তার বাবা ভুয়া। এ নিয়ে তর্ক-বিতর্কের কিছু নেই। যদি আমরা দেশকে সত্যিকারের ভালোবাসি, তাহলে যে যার অবস্থান থেকে দেশের জন্য ভালো কিছু করার চেষ্টা করাই শ্রেয়।” গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় তিনি এসব কথা বলেন। এসপি প্রত্যুষ কুমার মজুমদার আরও বলেন, “২৫ ও ২৬ মার্চের কর্মসূচি আশা করি সুন্দরভাবে সম্পন্ন হবে। কোথাও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে আমাদের জানাবেন। সরাসরি আমাকে জানান, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব। আমি ও আমার ওসিরা সারাদিন ফোন ধরি। আমাদের ফোন করবেন, আমরা দ্রæত পদক্ষেপ নেব।” নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইনের সঞ্চলনায় উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন আ.ফ.ম মুশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, নারায়ণগঞ্জ স্থানীয় সরকার বিষয়ক উপ-পরিচালক (উপ- সচিব) ড. মো. মনিরুজ্জামান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হোসনে আরা বেগম, জেলা কমান্ড্যান্ট আনসার ও ভিডিপি কর্মকর্তা কানিজ ফারজানা শান্তা, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহŸায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক মাশুকুল ইসলাম রাজিব, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মাঈনুদ্দিন আহমেদ, জেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী তরিকুল সুজন, বিকেএমইএ সহ-সভাপতি মোর্শেদ সারোয়ার, জেলা শিক্ষা অফিসার আতিকুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এড. নুরুল হুদা, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সরকারি কর্মকর্তাবৃন্দ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা