
ডান্ডিবার্তা রিপোর্ট
সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের আনন্দবাজার দাউদেরগাঁও গ্রামে প্রতিপক্ষ গ্রæপের হামলায় একই পরিবারের ২ জন মারাত্মক ভাবে আহত হয়েছে। আহতদের মুমূর্ষু অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। হামলাকারীরা এসময় অসহায় ওই পরিবারের বাড়ি-ঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। টিনের বেড়া দিয়ে জোরপূর্বক দখল করে নিয়েছে বিরোধকৃত ওই জমি। এঘটনায় রাতে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের আনন্দবাজার দাউদেরগাঁও গ্রামে বসবাসরত আব্দুল আজিজের সাথে পাশ্ববর্তী ছকির হোসেন ও আবু বক্করের দীর্ঘদিন যাবত জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এবিরোধ নিষ্পত্তি করার জন্য এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ একাধিকবার বিচার সালিশের আয়োজন করলেও তা নিষ্পত্তি করা সম্ভব হয়নি। গতকাল বৃহস্পতিবার দুপুরে ছকির হোসেন ও আবু বক্করের নেতৃত্বে তাদের ভাড়াটিয়া ৮/১০ জনের একটি বাহিনী দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে আব্দুল আজিজের বাড়িতে পরিকল্পিত ভাবে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এসময় হামলাকারীরা আব্দুল আজিজের দুই কন্যা মৌসুমী ও মুন্নীকে পিটিয়ে মারাত্মক ভাবে আহত করে। পরে হামলাকারীরা আব্দুল আজিজের তিনটি বসত ঘর ভেঙে সেখানে টিনের বেড়া স্থাপন করে বিরোধকৃত ওই জমি জোরপূর্বক দখল করে নেয়। এই ঘটনায় রাতে আব্দুল আজিজ বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। থানায় দায়েরকৃত অভিযোগে আব্দুল আজিজ উল্লেখ করেন, তিনি তার পৈতৃক সম্পত্তিতে ঘর-বাড়ি নির্মাণ করে পূর্বে থেকেই বসবাস করে আসছিলেন। গত ৫ই আগষ্টের পর একই এলাকার ছকির হোসেন ও আবুবক্কর সম্পূর্ণ অবৈধভাবে জোড়পূর্বক তার বসত বাড়ির সম্পত্তি দখল করে নেওয়ার পায়তারা শুরু করে। এতে বাধা দেওয়ায় তারা আমাকে স্বপরিবারে প্রাণনাশের হুমকি দেয়। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার সকালে ছকির হোসেন ও আবুবক্করের নেতৃত্বে একটি সন্ত্রাসী বাহিনী তার বাড়িঘর অবৈধ ভাবে দখলের উদ্দেশ্যে হামলা চালায়। এসময় হামলাকারীরা আব্দুল আজিজের দুই কন্যাকে পিটিয়ে মারাত্মক ভাবে আহত করে। হামলাকারীরা এসময় ৩টি বসতঘর ভাংচুর করে ও প্রয়োজনীয় জিনিসপত্রসহ লুটপাট করে নিয়ে যায়। পরে তারা আমাদের জমিতে টিনের বেড়া স্থাপন করে দখল করে নেয়। সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, এব্যাপারে থানায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯