
ডান্ডিবার্তা রিপোর্ট
সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে পানি উন্নয়ন বোর্ডের জমিতে অবৈধভাবে গড়ে উঠা খাবার হোটেল থেকে প্রতি মাসে লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে সাবেক এমপিপুত্রের বিরুদ্ধে। চাঁদা আদায়ের ঘটনায় অভিযুক্ত ব্যক্তি গোলাম মোহাম্মদ ফয়সাল ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের বিএনপির সাবেক এমপি মোহাম্মদ গিয়াস উদ্দিনের বড় ছেলে। সূত্রে জানা যায়, বিএনপির সাবেক এমপি মোহাম্মদ গিয়াস উদ্দিনের বড় ছেলে গোলাম মোহাম্মদ ফয়সাল তার লোকজন দিয়ে গত ৫ আগস্টের পর থেকে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে পানি উন্নয়ন বোর্ডের জমিতে অবৈধভাবে গড়ে উঠা ৪টি খাবার হোটেলের নিয়ন্ত্রণ নেন। এসব হোটেল থেকে প্রতিদিন এমপিপুত্র ফয়সালের লোক মো: সুধা নামের এক ব্যক্তি চাঁদা আদায় করছে বলে অভিযোগ দোকান মালিকদের। তবে তাদের দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দোকান মালিকদের রাতের বেলায় তুলে নেওয়ারও অভিযোগ উঠেছে সাবেক এই এমপি পুত্রের বিরুদ্ধে। সূত্রে আরও জানা যায়, পানি উন্নয়ন বোর্ডের জমিতে অবৈধভাবে গড়ে উঠা খাবার হোটেলের মধ্যে হিরাঝিল হোটেল থেকে প্রতিদিন ১ হাজার পাঁচশত টাকা, এনিয়া হোটেল থেকে ২ হাজার টাকা, বিসমিল্লাহ্ হোটেল থেকে ১ হাজার ও ভান্ডারি হোটেল থেকে ১ হাজার পাঁচশত টাকা করে চাঁদা আদায় করছেন গিয়াসপুত্র মো: ফয়সাল ও তার লোকজন। এই চারটি খাবার হোটেল থেকে প্রতিদিন প্রায় ৬ হাজার টাকা চাঁদা আদায় করা হলে মাস শেষে মোট ১ লাখ ৮০ হাজার টাকা চাঁদাবাজি করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকান মালিক বলেন, গত ৫ আগস্টের পর থেকে আমাদের কাছ থেকে প্রতিদিন চাঁদা আদায় করা হচ্ছে। আমরা প্রথমে কয়েকদিন চাঁদার টাকা দিয়ে বন্ধ করে দেই। পরে তাদের চাঁদার টাকা না দেওয়ায় এমপি গিয়াস উদ্দিনের ছেলে ফয়সালের নির্দেশে একজন দোকান মালিককে তুলে নিয়ে যায় তার লোকজন। পরবর্তীতে ভয়ে তাদেরকে আবারও চাঁদার টাকা দেওয়া শুরু করি। তিনি আরও বলেন চাঁদার টাকা না দিয়ে এখানে কেউ ব্যবসা করতে পারবে না বলে জানিয়ে দিয়েছেন সাবেক এমপি গিয়াসপুত্র ফয়সাল। বিষয়টি অস্বীকার করে গিয়াসপুত্র গোলাম মোহাম্মদ ফয়সাল বলেন, চাঁদাবাজির সাথে আমি জড়িত নই। আমি কোনো টাকা পয়সা নেই না। চাঁদা না দিলে দোকান মালিককে তার অফিসে তুলে নেয়ার বিষয়টি জানতে চাইলে এমন কোনো ঘটনা ঘটেনি বলে জানান ফয়সাল। উল্লেখ্য, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা এক মামলায় গত বছরের ১২ মে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আস সামছ জগলুল হোসেনের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন। পরে শুনানি শেষে আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯