আজ শনিবার | ১৬ আগস্ট ২০২৫ | ১ ভাদ্র ১৪৩২ | ২১ সফর ১৪৪৭ | সকাল ১০:৫০

নাসিক ২৫ নং ওয়ার্ড সচিবের দুর্নীতি তুঙ্গে

ডান্ডিবার্তা | ১০ মার্চ, ২০২৫ | ১১:১৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বন্দরের নাসিক ২৫নং ওয়ার্ড সচিব ইমরান হোসেনের অনিয়ম ও দুর্নীতিতে অতিষ্ট ২৫নং ওয়ার্ড বাসিন্দারা। সিটি করপোরেশেনর নির্ধারিত ফি বাইরে অতিরিক্ত টাকা না নিয়ে কোন কাজ তার দ্বারা হয়না। জন্ম/মৃত্যু নিবন্ধনের সার্টিফিকেটের জন্য সে নানা অযুহাতে হাতিয়ে নিচ্ছে ২ থেকে ৩ হাজার টাকা। সে সেবা নিতে আসা নাগরিকদের বলে সিটি করপোরেশনে যাতায়ত, ডিসি অফিসে যাতায়ত, সার্ভার সমস্য, ওটিপি আসছে না এমন অযুহাতে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। আর টাকা ছাড়া তার কাছে কোন কাজ হয়না। আর ওয়ারিশ সনদের জন্য হাতিয়ে নিচ্ছে ৮/১০ হাজার টাকা। সোবা প্রার্থীরা এক প্রকার জিম্মি হয়ে তাকে টাকা দিয়ে কাজ করাতে হচ্ছে। যারা টাকা দিতে পারেনা তাদের কাজ হয়না। তাদের ফাইল টেবিলেই পড়ে থাকে। সিটি করপোরেশন পর্যন্ত পৌছায় না। এছাড়াও ভোটার আইডি সংশোধনের হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। আর গ্রাহকরা তার পিছনে মাসের পর মাস ঘুরে অতিষ্ট হয়ে অবশেষে নিরুপায় হয়ে বসে থাকে। সম্প্রতি দক্ষিন লক্ষখোলার রাসেল নামের এক ব্যক্তির নামের একটি সংখ্যা সংশোধন করার জন্য ২০ হাজার টাকা হাতিয়ে নেয়। পরে রাসেল সিটি করপোরেশনের এক কর্মকর্তার কাছে জানতে পারেন। এ কাজের ফি মাত্র ১৩০ টাকা। আর সে হাতিয়ে নেয় ২০ হাজার টাকা। এ বিষয়ে প্রতিবাদ করায় সচিব ইমরানের সাথে হাতাহাতির ঘটনা ঘটে। এছাড়া সিটি করপোরেশনের বয়স্ক ভাতা, টিসিবি কার্ড, মাতৃত্বকালীন ভাতার কার্ড ও ফ্যামেলি কার্ডগুলি তার নিজ আত্বীয়রা পাচ্ছে। আর কিছু কার্ড সে টাকার বিনিময়ে বিক্রি করেছে। স্থানীয়রা জানান, সে অনলাইন জুয়ার সাথে জড়িত। তাই সে জুয়ার টাকা যোগাতে সেবা নিতে আসা নাগরিকদের জিস্মি করে টাকা হাতিয়ে নিচ্ছেন। সে তার অফিসের আশপামের কম্পিউটার দোকানগুলির সাথে সখ্যতা গড়েছে এ জন্য তাকে প্রতিদিনের কাজের মাসোয়রা দিতে হয়। স্থানীয় রনি জানান, তার জন্ম নিবদ্ধনের জন্য সচিব ইমরানের কাছে গেলে ৫০ টাকা ফি’র পরিবর্তে ৩০০ টাকা দাবি করে। দাবিকৃত টাকা না দেয়ায় তাকে নানা ভাবে হয়রানী করে। এ বিষয়ে সচিবদের মনিটরিং করা প্রশাসনির কর্মকর্তা ইমাম হোসেন জানান, আমরা প্রায় সময় খোঁজ নিলেও সচিবরা তাদের নিজস্ব লোকদিয়ে আমাদের সাথে কথা বলায়। যারা ভ‚ক্তভোগী তাদের সাথে কলার সুযোগ হয়ে উঠে না। তবে আমি সোমবার সিও স্যারের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা