
ডান্ডিবার্তা রিপোর্ট
সারাদেশে ধর্ষণ, নারী ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদ ও দোষিদের দ্রæত-বিচারের মধ্য দিয়ে শাস্তি নিশ্চিতের দাবিতে নারায়ণগঞ্জে মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল সোমবার সন্ধ্যায় চাষাঢ়ায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল বের হয়। সংগঠনের জেলা ও মহানগর কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত মিছিলটি ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড দিয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহŸায়ক নিরব রায়হান, মহানগর কমিটির আহŸায়ক মাহফুজ খান, জেলা কমিটির যুগ্ম আহŸায়ক মেহরাব হোসেন প্রভাত, মো. পিয়াল, সদস্য সচিব মোহাম্মদ জাবেদ আলম, যুগ্ম সদস্য সচিব নাফিজা আক্তার, মুখ্য সংগঠক জাহিদুল হক বাধন, মুখপাত্র সরফরাজ হক সজীব, সহ-মুখপাত্র ফাহিমা তাসনিম, শারিয়ান আলায়না সাফা, মহানগর কমিটির মুখপাত্র জহিরুল ইসলাম, সহ-মুখপাত্র আজিজা তাসনিম, মুখ্য সংগঠক মো. আদর, সদস্য রোদেলা জাহান, ত্রিশা ইসলাম প্রমুখ। মিছিল শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংগঠনের জেলা কমিটির আহŸায়ক নিরব রায়হান। তিনি বলেন, “প্রতিনিয়ত ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজ, দখলদারিত্বের ঘটনা ঘটছে। আমরা নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে আছি। আমরা প্রশাসনকে আহŸান জানাবো, আগামীতে এই নারায়ণগঞ্জে কোনো ধর্ষক, চাঁদাবাজ, ছিনতাইকারী তৈরি না হয়, সেই ব্যবস্থা আপনারা নিবেন। এজন্য যদি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সহযোগিতা লাগে, সেজন্য আমরা সবসময় প্রস্তুত। নারায়ণগঞ্জের সকল মানুষ যেন নির্দ্বিধায়, নির্বিঘেœ চলাচল করতে পারে।” ধর্ষণের ঘটনায় দোষিদের দ্রæত-বিচারের মাধ্যমে শাস্তি নিশ্চিতের দাবি জানিয়ে এ ছাত্রনেতা বলেন, “ধর্ষকদের ফাঁসির আইন বাস্তবায়ন করতে হবে। ১৮০ দিন বা ১৯০ দিনের কথা বললে চলবে না, ধর্ষকের বিচার যেন দ্রæত করা যায় সেই ব্যবস্থা করতে হবে।” প্রত্যক্ষদর্শীরা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিলটি চাঁদমারী এলাকায় পৌঁছালে বিশৃঙ্খলা দেখা যায়। এই সময় এক যুবককে মারধরও করেন ছাত্রনেতারা। পরে ছাত্রনেতারা জানান, মিছিলের ভেতর ঢুকে গিয়ে ওই যুবক একজনের পকেট থেকে মোবাইল চুরি করার চেষ্টা করলে তাকে আটকানো হয়। পরে তাকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পুলিশের কাছে সোপর্দ করেন ছাত্রনেতারা। পুলিশের হেফাজতে থাকা অবস্থায় ওই যুবকের সাথে কথা বলে সে তার নাম কাউসার বলে জানান। ৩০ বছর বয়সী কাউসার সদর উপজেলার তল্লা বাইতুস সালাত জামে মসজিদ এলাকায় থাকেন বলেও জানান। ঘটনাস্থলে থাকা পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর বলেন, “তাকে আমরা হেফাজতে নিয়েছি। তার শারীরিক অবস্থা খারাপ, হসপিটালাইজ করতে হবে।” মিছিল শেষে বক্তব্যে পকেটমারের বিষয়টি নিয়ে কথা বলেন সংগঠনের জেলা কমিটির আহŸায়ক নিরব রায়হান। তিনি বলেন, “আমরা ধর্ষকের বিরুদ্ধে মশাল মিছিল করছিলাম, তখন ছিনতাই, পকেটমারের মতো ঘটনা ঘটে। আমাদের এত মানুষের মিছিলেও যদি এমন ঘটনা ঘটে তাহলে সাধারণ মানুষ কতটা উদ্বেগের সাথে চলাচল করে, সেইটা আর বলার প্রয়োজন হয় না। সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি যেন হয়, সেটা আমরা চাই। প্রশাসনের মনোবল ফিরে আসুক, সেই লক্ষ্যে আমরা কাজ করছি।”
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯