আজ শনিবার | ১৬ আগস্ট ২০২৫ | ১ ভাদ্র ১৪৩২ | ২১ সফর ১৪৪৭ | রাত ৯:৪৯

সোনারগাঁয়ের নোয়াগাঁয়ে বিএনপির নাম ভাঙ্গিয়ে মিজান ও আবু বক্করের চাঁদাবাজি

ডান্ডিবার্তা | ১১ মার্চ, ২০২৫ | ১১:২৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ও সন্ত্রাস, চাঁদাবাজি এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে স্বৈরাচার আওয়ামী সরকারের পতন হলেও বর্তমানে চাঁদাবাজি অনেকাংশে বেড়ে গেছে। বিশেষ করে পরিবহনে চাঁদাবাজিতে অতীষ্ট হয়ে দিনাতিপাত করছেন মালিক ও শ্রমিকরা। তেমনি চাঁদাবাজির ঘটনা ঘটে চলেছে সোনারগাঁয়ের নোয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদী স্ট্যান্ডে। ভুক্তভোগীরা সাংবাদিকদের জানান, পরমেশ্বরদী স্ট্যান্ড থেকে তালতলা স্ট্যান্ড পর্যন্ত ছোট বড় বহুসংখ্যক অটোরিক্সা প্রতিদিন চলাচল করে। নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক আবু বক্কর প্রতিটি অটোরিক্সা হতে ২০ টাকা করে চাঁদা আদায় করে থাকে। তাদেরকে এ কাজে সহায়তা করে চাঁদাবাজ নূরে আলম। চাঁদাবাজ নূরে আলম নোয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদী গ্রামের কাইয়ুম মিস্ত্রীর ছেলে। গোপন সূত্রে জানা যায়, পরমেশ্বরদী স্ট্যান্ডে প্রতিটি অটো থেকে ২০ টাকা করে চাঁদা আদায় করে আদায়কৃত চাঁদা থেকে প্রতিদিন মিজানুর রহমান ও আবু বক্কর উভয়কে ৩০০ টাকা করে দেয়া হয়। অবশিষ্ট চাঁদার টাকা নূর আলম ও অন্যান্য চাঁদা আদায়কারীরা নিয়ে থাকে। বিএনপির নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করায় দলের অন্যান্য নেতা-কর্মীরা বিব্রত বোধ করছেন। তদন্ত সাপেক্ষে দুজনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার দাবী দলটির কর্মীদের এবং চাঁদাবাজদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন নিরিহ অটোচালকরা।

 




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা