আজ শনিবার | ১০ মে ২০২৫ | ২৭ বৈশাখ ১৪৩২ | ১১ জিলকদ ১৪৪৬ | সকাল ৯:৪৬

ছাত্রদলকর্মী হত্যাকান্ড পরিকল্পিত: টিপু

ডান্ডিবার্তা | ১১ মার্চ, ২০২৫ | ১১:২৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
শহরের চাষাড়ায় শিশু আসিয়া ধর্ষণের বিচারের প্রতিবাদে আয়োজিত মিছিল শেষে বাড়ি ফেরার পথে অপূর্ব (২৩) নামে এক ছাত্রদল কর্মী ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন। গত রোববার রাত সাড়ে ১০টার দিকে চাষাড়া বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অপূর্ব সদরের মাসদাইর বেকারী মোড় এলাকার মোহাম্মদ খোকনের ছেলে। অপূর্বের ওপর হামলা চালানো ছিনতাইকারী সম্রাটকে (২০) ঘটনাস্থলে আটক করেন ছাত্রদলের নেতাকর্মীরা। ওই সময় তাকে মারধর করে হাসপাতালে নিয়ে যান তারা। এরপর সেখান থেকে এই ছিনতাইকারীকে নিয়ে যায় পুলিশ। আটক সম্রাট শহরের গলাচিপা কলেজ রোডের মোহাম্মদ হোসেনের ছেলে। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, আমরা এই হত্যার বিচার চাই। আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে আহŸান জানাবো কে কে এই ঘটনার সাথে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে হবে। নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সদ্য সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম রাজীব বলেন, “একটা শিশুর ধর্ষণের প্রতিবাদে আমরা মশাল মিছিল করি। কিন্তু এরপরই আমার একজন কর্মীর সাথে এমন ঘটনা কোনোভাবে মেনে নেয়ার মত নয়। আমি এর সর্বোচ্চ শাস্তি কামনা করছি।” সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, “আমরা আজিজুল ইসলাম রাজীব ভাইয়ের নেতৃত্বে শিশু আসিয়া ধর্ষণের প্রতিবাদে চাষাড়ায় মশাল মিছিল করি। মিছিল শেষে যে যার বাসায় চলে যাচ্ছিলাম। কিন্তু হঠাৎ করে জানতে পারি আমাদের ছাত্রদলের কর্মী অপূর্বকে এক ছিনতাইকারী ছুরিকাঘাত করে। সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে আমরা ছিনতাইকারীকে ধরে ফেলি। আমরা আমাদের ভাইয়ের মৃত্যুর বিচার চাই।” এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির আহমদ বলেন, আটককৃত ছিনতাইকারীর নাম সম্রাট। আমরা তাকে খানপুর হাসপাতাল থেকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। এখনো এই ঘটনায় কোনো মামলা হয়নি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা