আজ শনিবার | ১০ মে ২০২৫ | ২৭ বৈশাখ ১৪৩২ | ১১ জিলকদ ১৪৪৬ | সকাল ১০:০৭

ফতুল্লা থানা বিএনপিতে অস্থিরতা

ডান্ডিবার্তা | ১২ মার্চ, ২০২৫ | ১২:১১ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভুঁইয়াকে আবারো পরোক্ষভাবে পাগল আখ্যায়িত করেছেন থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু। এর আগেও বারী ভুঁইয়াকে ‘পাগল’ ও ‘বয়স্ক প্রতিবন্ধি’ আখ্যায়িত করেছিলেন শহিদুল ইসলাম টিটু ও থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী। গতকাল মঙ্গলবার বিকেলে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলের পূর্বে বক্তব্য রাখেন শহিদুল ইসলাম টিটু। তার সঙ্গে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি হাজী শহিদুল্লাহ সহ ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা। এর আগে দুপুরে জেলা জজ কোর্ট সংলগ্ন এলাকায় ফতুল্লা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে তাদের দুজনের বহিষ্কার দাবি করেন সুলতান মোল্লা ও বারী ভুঁইয়া। টিটু তার বক্তব্যে বলেন, আজকে ফতুল্লা থানা বিএনপির একটি অংশ যেখানে থানা বিএনপির সহ-সভাপতি মুলতান মোহাম্মদ মোল্লা ও থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বারী ভুঁইয়া সংবাদ সম্মেলন করে আমার এবং থানা বিএনপির সহ-সভাপতি শহিদুল্লাহর বহিষ্কার দাবি করেছেন। আমি আগেও বলেছিলাম আমাদের থানা বিএনপির সাধারণ সম্পাদক যিনি আছেন বারী ভুঁইয়া, তিনি একটু আবোল তাবোল বলেন, মাঝে মাঝে উনার মাথাটা খারাপ হয়ে যায়। তারপর সে যে কি বলে তা সে নিজেও বলতে পারে না। টিটু আরও বলেন, যাই হোক আজকে সেখানে তারা বলেছেন আমরা নাকি আওয়ামীলীগের দোসরদের পূণর্বাসন করতে চাই। কুতুবপুরে একটি অনলাইন পত্রিকার অনুষ্ঠানে আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নিয়ে উপস্থিত অনেক অতিথিরাই বক্তব্য দিয়েছিলেন। অন্যান্যদের বক্তব্যের প্রেক্ষিতে সেখানে আমি শুধু বলেছিলাম চেয়ারম্যান সাহেব প্রায় ৩৫ বছর বিএনপির রাজনীতি করেছেন। শামীম ওসমানের চাপে সে নৌকার নির্বাচন করেছেন। কিন্তু আমার মনে হয় এই ইউনিয়নের কোনো মানুষের চেয়ারম্যানের দ্বারা কোনো ক্ষতি বা সমস্যা হয়নি। এটাই বলেছিলাম। আমি কারো বহিস্কার প্রত্যাহার চাইনি। শহিদুল ইসলাম টিটু তার বক্তব্যে আরো বলেন, গিয়াসউদ্দীন সাহেব জেলা বিএনপির দায়িত্ব পাওয়ার পর সুলতান মোহাম্মদ ও বারী ভুঁইয়া পদ পদবী পেয়ে ১৭ বছর পর বিএনপির রাজনীতিতে আসেন। তারা কিন্তু বিগত সময়ে বিএনপির কোনো আন্দোলন সংগ্রাম করেনি। দায়িত্ব পাওয়ার পরেও গত জাতীয় নির্বাচনে একটি মামলার আসামী হলে কোর্টে হলফনামা দিয়ে বারী ভুঁইয়া বলেছিল ‘আমি আর বিএনপি করবোনা, আমাকে দয়া করে জামিন দেন।’ সেই ব্যক্তি যদি আমাদের বহিষ্কার চান তাহলে তো হাস্যকর ব্যাপার। সুলতান মোহাম্মদ ও বারী ভুঁইয়া গত ১৭ বছরে একদিনও জেল খাটেনি। গিয়াসউদ্দীন জেলা বিএনপির সভাপতি হওয়ায় তারা আবার বিএনপিতে সক্রিয় হোন। স্থানীয় নেতাকর্মীরা জানান, ফতুল্লা থানা বিএনপির রাজনীতি এখন টালমাটাল অবস্থা। কোনোভাবেই শৃঙ্খলা ফিরছেনা ফতুল্লা থানা বিএনপির রাজনীতিতে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা