আজ শনিবার | ১৬ আগস্ট ২০২৫ | ১ ভাদ্র ১৪৩২ | ২১ সফর ১৪৪৭ | রাত ৯:৪৯

না’গঞ্জে ইট প্রস্তুতকারী মালিক সমিতির স্মারকলিপি দাবি না মানলে কঠোর আন্দোলনের হুশিয়ারী

ডান্ডিবার্তা | ১২ মার্চ, ২০২৫ | ১২:২২ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
জিক-জ্যাক ইটভাটার ছাড়পত্র, লাইসেন্স প্রাপ্তি নিরসনের জন্য এবং ইট ভাটা চালু রাখার দাবিতে বিশেষ করে ইট ভাটায় মোবাইল কোর্ট, জরিমানা, ভাংচুর বন্ধের প্রতিবাদে কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি নারায়ণগঞ্জ জেলা শাখার আয়োজনে গতকাল মঙ্গলবার সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে বিক্ষোভ সমাবেশ সম্পন্ন হয়েছে এবং বিক্ষোভ সমাবেশ শেষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি নারায়ণগঞ্জ জেলা শাখার সাথে সম্পৃক্তরা। বিক্ষোভ সমাবেশে দেয়া বক্তব্যে ইট প্রস্তুতকারী মালিক সমিতি নারায়ণগঞ্জ জেলার নেতৃবৃন্দ বলেন, ‘ইটভাটা মালিকরা অনেক প্রতিক‚লতার মধ্য দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছে। ইটশিল্পের সঙ্গে প্রায় ৫০ লাখ শ্রমিক কর্মচারী জড়িত এবং এখান থেকে প্রায় ৪ কোটি লোকের খাবারের ব্যবস্থা হচ্ছে। আমরা প্রতিবছর কয়েক হাজার কোটি টাকা ট্যাক্স ও ভ্যাট দেই। পরিবেশ যাতে দূষণ না হয় সেজন্য সরকারের নির্দেশকে শ্রদ্ধা জানিয়ে আমরা জিগ জ্যাগ ইটভাটা স্থাপন করেছি। বিদেশী চক্রান্ত ও বিভিন্ন গ্রæপ অব কোম্পানীর ইন্ধনে ইটভাটা বন্ধের জন্য বিশাল ষড়যন্ত্র চলছে। ইটভাটা বন্ধ হলে উন্নয়ন কর্মকান্ড স্থবির হয়ে যাবে। হঠাৎ করে এভাবে ইটভাটা উঠিয়ে দিলে প্রতি ইটভাটার মালিককে ২০-২৫ কোটি টাকার লোকসানে পড়তে হবে। তাই উঠিয়ে দিলে প্রতিটি ইটভাটাকে ২০-২৫ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। ইটভাটা বন্ধ ও ভেঙ্গে দেয়ার এই কালো আইন যারা করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হউক। ইটভাটা চালু রাখার প্রয়োজনীয় ব্যবস্থা করা সহ স্মারকলিপিতে উল্লেখিত আমাদের দাবীগুলো মেনে নেয়ার অনুরোধ জানাচ্ছি এবং আমাদেরকে দেশের উন্নয়ন ও মানুষের কর্মসংস্থানের ক্ষেত্রে অবদান রাখার সুযোগ করে দেয়ার দাবী জানাচ্ছি। বিভিন্ন সময় অভিযানের নামে বিভিন্ন ইটভাটায় হানা দিয়ে জরিমানা আদায় করা হচ্ছে। এসব হয়রানি বন্ধ করার দাবী জানাচ্ছি। প্রয়োজনে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করবো, অন্যথায় আমরা মহাসড়ক অবরোধের মাধ্যমে সারাদেশকে অচল করে দিতে বাধ্য হবো’। এদিন উক্ত কর্মসূচিতে ইট প্রস্তুতকারী মালিক সমিতি নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মমিন উল্লাহ খাঁন, সাধারণ সম্পাদক ছলিম উল্লাহ, সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন ও আমান উল্লাহ (আমান), কোষাধ্যক্ষ মোক্তার হোসেন ভূঁইয়া, অফিস সেক্রেটারি আলমগীর হোসেন সহ নারায়ণগঞ্জ জেলা শাখার আওতাধীন সকল ইটভাটার মালিক, প্রতিনিধিরা ও কয়েক হাজার শ্রমিকরা উপস্থিত ছিলেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা