
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ঘোষণা দিয়েছেন, শহরজুড়ে ১ লক্ষ বৃক্ষ রোপণ করা হবে এবং এর মাধ্যমে একটি সবুজ, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করা হবে। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে তিনি এ ঘোষণা দেন। জেলা প্রশাসক বলেন, “শহরের সব রাজনৈতিক ও অননুমোদিত ব্যানার-ফেস্টুন অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, অবৈধ দখলদারদের উচ্ছেদ করে নারায়ণগঞ্জকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলা হবে।” তিনি আরও বলেন, “গাছ লাগানোর ফলে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষা পাওয়া যাবে।” জেলা প্রশাসক মাদককে সকল অপরাধের মূল কারণ হিসেবে উল্লেখ করে বলেন, “মাদকাসক্ত ব্যক্তিরাই অপরাধমূলক কাজে জড়ায়। তাই প্রতিটি পাড়া-মহল্লায় মাদকমুক্ত সমাজ গড়তে হবে।” তিনি জানান, “আসন্ন ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষের সুবিধার্থে সড়ক ও নৌপথে নিরাপত্তা জোরদার করা হবে, যাতে মানুষ নিরাপদে পরিবারের কাছে পৌঁছাতে পারে।” তিনি আরও বলেন, “২০ রমজানের মধ্যে সব শ্রমিক প্রতিষ্ঠান যেন শ্রমিকদের বেতন ও ঈদ বোনাস পরিশোধ করে। বেতন ও বোনাস নিয়ে কোনো অপ্রত্যাশিত ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে মালিকপক্ষকে সতর্ক থাকতে হবে।” জেলা প্রশাসক জানান, “অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। বিচ্ছিন্ন সংযোগ যাতে পুনরায় চালু না হয়, তা নিশ্চিত করা হবে।” তিনি বলেন, “আমরা গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করি, কিন্তু রাতের বেলায় কেউ আবার সংযোগ দিয়ে দেয়। এটি হতে দেওয়া যাবে না।” জেলা প্রশাসক ফুটওভার ব্রিজে হকার বসার ওপর নিষেধাজ্ঞা দেন এবং বলেন, “হকার বসলে মানুষের চলাচলে সমস্যা হয়, তাই ফুটওভার ব্রিজে কোনো হকার বসতে দেওয়া যাবে না।” তিনি আরও বলেন, “সরকারি জায়গায় কোনো অবৈধ স্থাপনা থাকতে পারবে না এবং কেউ যাতে সরকারি সম্পত্তি দখল করতে না পারে, সে বিষয়ে কড়া নজরদারি থাকবে।” সভায় উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সচিব (উপ-সচিব) মো. নূর কুতুবুল আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা মইনুদ্দিন আহম্মেদ, তোলারাম কলেজের অধ্যক্ষ বিমল চন্দ্র দাস, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরিফ আলম দিপু, জেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী তরিকুল সুজন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহবায়ক নিরব রায়হান, সদস্য সচিব মোহাম্মদ জাবেদ আলম সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯