আজ শনিবার | ১০ মে ২০২৫ | ২৭ বৈশাখ ১৪৩২ | ১১ জিলকদ ১৪৪৬ | বিকাল ৩:০৩

ধর্ষণ-নিপীড়ন ও সন্ত্রাসের বিরুদ্ধে সমাবেশের পাশাপাশি গানের মিছিল

ডান্ডিবার্তা | ১৩ মার্চ, ২০২৫ | ১১:৫৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
সারাদেশে অব্যাহত ধর্ষণ, নিপীড়ন, ডাকাতি, ছিনতাই ও মব সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশ প্রগতি লেখক সংঘ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে গতকাল বুধবার বিকেল ৩টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে প্রতিবাদী সমাবেশ ও গানের মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে নারায়ণগঞ্জের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। জেলা কমিটির সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিমল কান্তি দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন: সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহŸায়ক রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল, সমমনার সভাপতি সালাউদ্দিন আহম্মেদ, উন্মেষ সাংস্কৃতিক সংসদের সভাপতি অ্যাডভোকেট প্রদীপ ঘোষ বাবু, সমাজ অনুশীলন কেন্দ্রের সংগঠক কবি রঘু অভিজিৎ রায়, শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি রাশিদা বেগম, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাধারণ সম্পাদক সুলতানা আক্তার, প্রগতি’র জেলা কমিটির সদস্য দুলাল সাহা, জহিরুল ইসলাম মিন্টু, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের প্রতিনিধি বিল্লাল হোসেন, কবি দীপক ভৌমিক। বক্তারা দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ দাবি করেন। তারা বলেন, আওয়ামী দুঃশাসনের হাত থেকে দেশকে মুক্ত করার লক্ষ্যে সহস্রাধিক শহীদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের মানুষ যে নতুন দেশ গড়ার স্বপ্ন দেখেছে, তা ব্যর্থ হলে অন্তর্র্বতীকালীন সরকারকে তার দায়ভার বহন করতে হবে। এমন পরিস্থিতিতে সরকারও জনগণের ক্ষোভ থেকে রেহাই পাবে না। বক্তারা সাংস্কৃতিক কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহŸান জানান এবং দেশের নারী সমাজকে প্রতিবাদে রাস্তায় থাকার অনুরোধ করেন। সমাবেশ শেষে একটি গানের মিছিল নারায়ণগঞ্জ শহীদ মিনারে গিয়ে শেষ হয়।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা