আজ শনিবার | ১০ মে ২০২৫ | ২৭ বৈশাখ ১৪৩২ | ১১ জিলকদ ১৪৪৬ | সকাল ৭:৪৪
শিরোনাম:
সোনারগাঁয়ে চাঁদাবাজরা বেপরোয়া কোটি টাকার মালামাল লুট    ♦     শেখ হাসিনা গডফাদারদের রক্ষা করতে ত্বকী হত্যার বিচার বন্ধ করে রেখেছিল    ♦     পুলিশ কেন আত্মহত্যা করে?    ♦     শেখ হাসিনা গডফাদারদের রক্ষা করতে ত্বকী হত্যার বিচার বন্ধ করে রেখেছিল    ♦     রাজনীতিতে সক্রিয় হচ্ছেন খালেদা জিয়া    ♦     সশস্ত্র বাহিনীর বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও দুই মাস বাড়ল    ♦     রূপগঞ্জে জমিদার সিটির সাইনবোর্ড গুড়িয়ে দিলো ভ্রাম্যমান আদালত    ♦     মুসলিমনগর এলাকার জ্বলাবদ্ধতা নিরসনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন    ♦     বন্দর উপজেলা বিএনপি সভাপতির মামলা বাণিজ্যের অডিও ফাঁস    ♦     আইনজীবীদের প্রতি কৃতজ্ঞ: জাকির খান    ♦    

বিশ রমজানের মধ্যে সকল বকেয়া পরিশোধের দাবিতে শ্রমিক সমাবেশ’

ডান্ডিবার্তা | ১৫ মার্চ, ২০২৫ | ১২:১৩ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বিশ রমজানের মধ্যে গার্মেন্টস শিল্প কারখানার শ্রমিকদের এক মাসের (বেসিক) বেতনের সমান ঈদ বোনাস ও সকল বকেয়া বেতন-ভাতা পরিশোধ’সহ ঈদের ছুটির আগে মার্চ মাসের পুর্ণ বেতন দেয়ার দাবিতে ‘বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র’ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে শ্রমিক সমাবেশ করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১১ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সমাবেশ ও শহরের প্রধান সড়কে মিছিল করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা কমিটির সভাপতি এম এ শাহীন, বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন, সহ-সভাপতি হাফিজুল ইসলাম, জেলা কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন জেলার সভাপতি গাজী নূরে আলম, গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক টিইউসি জেলা কমিটির দপ্তর সম্পাদক মোস্তাকিম ও সদস্য আশিক প্রমুখ। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ঈদ উপলক্ষে গার্মেন্টস শিল্প কারখানার শ্রমিকদের কাঙ্খিত ঈদ বোনাস ও সকল বকেয়া পাওনা ২০ রমজানের মধ্যে পরিশোধ করতে হবে। কারণ বর্তমান বাজারে শ্রমিকরা যেই মজুরি পায় তা দিয়ে তাঁদের পরিবারের ব্যায় মেটানো সম্ভব হয় না। অতিরিক্ত সময় কাজ করতে হয়। তাঁরপরও বারো মাস টানাটানি মধ্যে ধারদেনা করে চলে। ফলে গ্রামের বাড়ি যাওয়ার সামর্থ্য ও সময় সুযোগ কোনটাই থাকেনা। ঈদ এলেই কেবল শ্রমিকরা একটু ভালো খাবার ও নতুন জামাকাপড় কেনার কথা ভাবে। ঈদ উপলক্ষে সকল বকেয়া পাওনা ও ঈদ বোনাস এক সঙ্গে পেলে শ্রমিকরা নাড়ির টানে বাড়ি ফিরে। আপনজনদের সাথে মিলিত হয়ে ঈদ আনন্দ ভাগাভাগি করে উপভোগ করার জন্য। শ্রমিকদের এই আকাঙ্খা ও স্বপ্ন কোন ভাবেই নস্যাৎ করা যাবে না। তাঁরা আরও বলেন, অতীতে দেখা গেছে অনেক কারখানার মালিক বেতন বোনাস নিয়ে কারখানা গুলোতে সংকট তৈরি করেছে। কোন কোন কারখানার মালিক নাম মাত্র বোনাস ৫শত/১হাজার টাকা দিয়ে শ্রমিকদের বিদায় করেছে। আবার কোন মালিক তাও দেয় নাই। এবার সরকারি নিয়মে শিল্প কারখানার শ্রমিকদের এক মাসের (বেসিক) বেতনের সমান ঈদ বোনাস দিতে হবে। ঈদুল ফিতরের সরকারি ছুটি ৫ দিন ভোগ করতে দিতে হবে। কোন প্রকার বৈষম্য করা চলবে না। ঈদের আগে কোন শ্রমিক’কে চাকুরিচ্যুত করা যাবে না। বেতন বোনাস নিয়ে কোন প্রকার টালবাহানা বরদাস্ত করা হবে না। অবিলম্বে ডিজিটাল পেপার মিলস ও ফতুল্লা ফ্যাশন শ্রমিকদের ৩ মাসের বকেয়া বেতন সহ আইনগত পাওনা পরিশোধ করতে হবে। নেতৃবৃন্দ আরও বলেন, ঈদের শেষ মুহুর্তে গিয়ে বেতন বোনাস দিলে শ্রমিকদের কিছু কেনাকাটা করা বা বাড়ি ফেরার গাড়ির অগ্রিম টিকিট বুকিং করা সম্ভব হয় না। বাড়ি ফেরা অনিশ্চিত হয়ে পড়ে। সেই বিবেচনা থেকে ২০ রমজানের মধ্যেই শ্রমিকদের ঈদ বোনাস ও সকল বকেয়া পাওনা পরিশোধ করা’সহ ঈদের ছুটির আগে মার্চ মাসের পুর্ণ বেতন দিতে হবে। সময় মতো শ্রমিকদের বেতন বোনাস প্রাপ্তি নিশ্চিত করতে গার্মেন্টস মালিকদের সংগঠন বিকেএমইএ, বিজিএমইএ, ও সরকারের পক্ষ থেকে আগেভাগেই প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহবান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, শ্রমিকদের বেতন বোনাস পরিশোধে মালিকদের গড়িমসির কারণে শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ সৃষ্টি হলে তার জন্য মালিক ও প্রশাসন দায়ী থাকবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা