আজ শনিবার | ১৬ আগস্ট ২০২৫ | ১ ভাদ্র ১৪৩২ | ২১ সফর ১৪৪৭ | সকাল ১০:৪৪

ঈদ যাত্রায় ভোগান্তির শঙ্কা নেই মহাসড়কে

ডান্ডিবার্তা | ১৭ মার্চ, ২০২৫ | ১২:১৬ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
এবার ঈদযাত্রায় নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভোগান্তির শঙ্কা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিভাগগুলো। সাধারণ মানুষ যেন স্বস্তিতে ঈদযাত্রা করতে পারে সে লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে নানাবিধ উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে রমজানের শুরু থেকেই মহাসড়কের বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এতে মহাসড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান ও স্ট্যান্ড উচ্ছেদ করা হয়েছে, যা সড়কে যানজটের অন্যতম কারণ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের অংশ দিয়ে ঈদের আগে-পরে প্রতিদিন অন্তত ২০ থেকে ২৫ হাজার যানবাহন চলাচল করে। ঈদুল ফিতরকে সামনে রেখে যানবাহনের চাপ বেড়ে যায়। যানবাহনের এ অতিরিক্ত চাপ সামলাতে কাজ করছে জেলা প্রশাসন ও পুলিশ। অতীতে মহাসড়কের সাইনবোর্ড বাসস্ট্যান্ডের ঢাকা ও চট্টগ্রামগামী উভয়ের আঞ্চলিক লেন, ১০ তলা ভবন সংলগ্ন, শিমরাইল বাসস্ট্যান্ডে অসংখ্য গাড়ি পার্কিং আর যাত্রী ওঠানামার জন্য সব সময় জটলা লেগে থাকতো। এছাড়া এসব স্থানে মহাসড়কের দুপাশে সড়কের ওপর অবৈধভাবে স্থাপনা গড়ে তোলায় সড়কও সরু হয়েছিল। তবে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করায় এবার ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে বলে ধারণা করা যাচ্ছে। এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ বলেন, আমরা রমজানের শুরু থেকেই মহাসড়ক যানজটমুক্ত রাখতে কাজ করছি। আশা করছি, এ বছর ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে। সবাইকে যানজটমুক্ত মহাসড়ক উপহার দেওয়াই আমাদের মূল লক্ষ্য।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা