আজ শনিবার | ১০ মে ২০২৫ | ২৭ বৈশাখ ১৪৩২ | ১১ জিলকদ ১৪৪৬ | দুপুর ১২:৪০

শিশুসন্তানের হাত-পা ভেঙ্গে পালিয়েছে মা

ডান্ডিবার্তা | ১৮ মার্চ, ২০২৫ | ১১:৩১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নে আট’ মাসের শিশু সন্তানের দুই হাত ও একটি পা ভেঙ্গে পালিয়েছে গর্ভধারিণী মা। এ ব্যাপারে শিশুটির পিতা বাদী হয়ে গত রোববার বিকেলে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের আন্দার মানিক গ্রামের আমির হোসেনের ছেলে আশরাফুলের সাথে জামপুর ইউনিয়নের শেখের হাট গ্রামের আবুল সরদারের মেয়ে সুরিয়ার সাথে ৫ বছর পূর্বে বিয়ে হয়। সংসার জীবনে সামির আহমেদ (৪) ও সিজান আহমেদ (৮ মাস) নামের দুটি পুত্র সন্তান রয়েছে। গত ১৩ মার্চ ৮ মাসের সন্তান সিজান আহমেদ এর দুটি হাত ও বাম পা ভেঙ্গে বাবার বাড়ি পালিয়ে যায়। অসহ্য যন্ত্রনার কারনে শিশুটি দিনরাতে ঘুমাতে পারছে না। মায়ের হাতে সন্তানের উপর নির্মম নির্যাতন ও অমানবিক আচরনে বাকরুদ্ধ পুরো এলাকা। শিশুটির কান্না থামাতে আশপাশের নারী-পুরুষ ছুটে এলেও পিতার কোল ছাড়া কারো কাছেই থাকছে না। শিশুটির বাবা আশরাফুল জানান, ছোটখাটো যে কোন বিষয় নিয়ে একটু তর্কবিতর্ক হলে তাকে মারতে দা-বটি নিয়ে কয়েকবার আক্রমন করে এবং তার মাকেও মারধর করে। দুটি সন্তানের মুখের দিকে তাকিয়ে কিছু বলি না। এখন দেখি সুযোগ পেলে আমার সন্তানদের মেরেও ফেলতে পারে। তাই আমাদের নিরাপত্তার জন্য গতকাল সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছি। এ সময় তিনি আরো জানান, রাতে বেলা প্রায়ই তার স্ত্রী ঘর থেকে বেরিয়ে কয়েক ঘন্টা পর ফিরে আসেন। নাম প্রকাশ্যে অনিচ্ছুক কয়েকজন প্রতিবেশী জানান, মেয়েটির আচরন খুবই খারাপ। স্বামী ও শাশুড়ির সাথে প্রতিদিনই ঝগড়া করে কিন্ত ছোট্ট সন্তানের হাতপা ভেঙ্গে সে মা জাতিকে কলঙ্কিত করেছে। বাচ্চার কান্নায় আমাদের চোখে এমনিতে কান্না চলে আসে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারী বলেন, এ বিষয়ে শিশুটির বাবা একটি অভিযোগ দায়ের করেছেন। শিশুটির প্রতি অমানবিক আচরণ করা হয়েছে। তদন্ত করে আইনি ব্যাবস্থা গ্রহন করা হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা