আজ শনিবার | ১০ মে ২০২৫ | ২৭ বৈশাখ ১৪৩২ | ১১ জিলকদ ১৪৪৬ | রাত ৪:৪৫
শিরোনাম:
সোনারগাঁয়ে চাঁদাবাজরা বেপরোয়া কোটি টাকার মালামাল লুট    ♦     শেখ হাসিনা গডফাদারদের রক্ষা করতে ত্বকী হত্যার বিচার বন্ধ করে রেখেছিল    ♦     পুলিশ কেন আত্মহত্যা করে?    ♦     শেখ হাসিনা গডফাদারদের রক্ষা করতে ত্বকী হত্যার বিচার বন্ধ করে রেখেছিল    ♦     রাজনীতিতে সক্রিয় হচ্ছেন খালেদা জিয়া    ♦     সশস্ত্র বাহিনীর বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও দুই মাস বাড়ল    ♦     রূপগঞ্জে জমিদার সিটির সাইনবোর্ড গুড়িয়ে দিলো ভ্রাম্যমান আদালত    ♦     মুসলিমনগর এলাকার জ্বলাবদ্ধতা নিরসনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন    ♦     বন্দর উপজেলা বিএনপি সভাপতির মামলা বাণিজ্যের অডিও ফাঁস    ♦     আইনজীবীদের প্রতি কৃতজ্ঞ: জাকির খান    ♦    

বন্দরে ডাকাতির প্রস্তুতিকালে বিএনপি নেতার গাড়ি চালক গণপিটুনি

ডান্ডিবার্তা | ১৮ মার্চ, ২০২৫ | ১১:৪৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বন্দরে ডাকাতির প্রস্তুতিকালে ইউনিয়ন বিএনপির সভাপতির গাড়ি চালক সহ দুইজনকে গনপিটুনি দিয়ে ছেড়ে দিয়েছে বিক্ষুব্ধ গ্রামবাসী। গত রোববার রাতে ইস্পাহানি এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ছিনতাই, ডাকাতি কাজে ব্যবহৃত অটো ভর্তি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে। গনপিটুনি শিকার দুই ডাকাতের নাম মামুন(২৩) ও সাব্বির (২২)। তারা দুইজনই ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খন্দকারের গাড়ি চালক ও সহযোগী। তারা কামতাল গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, গত রোববার রাত পৌনে ৮ টার দিকে ধামগড় ইস্পাহানি এলাকায় রাস্তার পাশে অস্ত্র বহনকারি এক অটো চালকের সঙ্গে ডাকাত মামুন ও সাব্বিরসহ ১০/১২ জনের বাকদ্ব›িদ্বতা চলছিল। এসময় বাজারের লোকজন ও পথচারিরা এগিয়ে এসে দেখেন অটোতে বস্তায় ডাকাতি কাজে বয়বহৃত ধারালো রাম দা, চাইনিজ কুড়াল, চাপাতি, ছুরি সুইচ গিয়ার। পরবর্তীতে পরিস্থিতি বেগতিক দেখে অন্যান্যরা কৌশলে ছিটকে পড়লেও মামুন ও সাব্বিরকে গনপিটুনি দিয়ে স্থানীয় যুবদল নেতা ওয়াদুদ সাগরের কাছে হস্তান্তর করেন। এর আগে দেওয়াবাগ এলাকায় গার্মেন্টসে ডাকাতির ঘটনায় জড়িত থাকায় গত শনিবার উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণের গাড়ি চালক মাহবুব আলম শিশিরকে ডাকাতি মামলায় গ্রেপ্তার করে পুলিশ। আটো চালক সবুজ বলেন, কামতাল গ্রাম থেকে একটি বস্তা ইস্পাহানি বাজার নিয়ে যাবে বলে জাহিদ খন্দকার ভাড়া করে আনেন। মদনপুর পৌঁছালে জাহিদ খন্দকার নেমে পড়েন। ইস্পাহানি পৌঁছানো পর মামুন ও সাব্বির অটো থামিয়ে রাখতে বলেন। এসময় তাদের কথাবার্তা ও চলাফেরায় সন্দেহ সৃস্টি হয়। এসময় অপর এক অটো চালককে বিষয়টি অবগত করলে মামুন ও সাব্বির ক্ষিপ্ত হয়ে উঠে। এক পর্যায়ে জনগন ভুল বুঝে প্রথমে আমাকে মারধর শুরু করে। পরে বিস্তারিত জানার পর মামুন ও সাব্বিরকে গণপিটুনি দেয় এবং বস্তা ভর্তি অস্ত্র নিয়ে যায়। নাম প্রকাশ না করার শর্তে কামতাল গ্রামের জনৈক ব্যক্তি জানান, আন্তঃজেলার সিএনজি চোর সিন্ডিকেটের সক্রিয় সদস্য এ বিএনপি নেতা জাহিদ খন্দকার। চোরাই সিএনজিসহ কুমিল্লা গ্রেপ্তার হওয়ার পর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে রক্ষা পেতে পালিয়ে থাকতো জাহিদ। ৫ আগস্টের পর জাহিদ খন্দকার বনে গেছে ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি। এ পরিচয়ে কাগজপত্র বিহীন একটি পুরাতন প্রাইভেটকার নিয়ে চলাচল শুরু করে জাহিদ। পাশাপাশি এ গাড়ি দিয়ে মাদক পাচার, ছিনতাই, ডাকাতিসহ নানা অপকর্ম করে যাচ্ছেন। গত রোববার রাতে ইস্পাহানি বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে জাহিদ খন্দকারের ব্যক্তিগত গাড়ি চালক মামুন ও সহযোগী সাব্বিরকে গনপিটুনি দিয়েছে বিক্ষুব্ধ জনতা। জাহিদ খন্দকার জানান, মামুন ও সাব্বির ভুল করেছে। ভবিষ্যতে এ ধরণের ভুল করবে না বলে নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা ওয়াদুদ সাগর ভাই তাদের মাফ করে দিয়েছেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা