আজ শনিবার | ১০ মে ২০২৫ | ২৭ বৈশাখ ১৪৩২ | ১১ জিলকদ ১৪৪৬ | সকাল ৮:৫৮
শিরোনাম:
সোনারগাঁয়ে চাঁদাবাজরা বেপরোয়া কোটি টাকার মালামাল লুট    ♦     শেখ হাসিনা গডফাদারদের রক্ষা করতে ত্বকী হত্যার বিচার বন্ধ করে রেখেছিল    ♦     পুলিশ কেন আত্মহত্যা করে?    ♦     শেখ হাসিনা গডফাদারদের রক্ষা করতে ত্বকী হত্যার বিচার বন্ধ করে রেখেছিল    ♦     রাজনীতিতে সক্রিয় হচ্ছেন খালেদা জিয়া    ♦     সশস্ত্র বাহিনীর বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও দুই মাস বাড়ল    ♦     রূপগঞ্জে জমিদার সিটির সাইনবোর্ড গুড়িয়ে দিলো ভ্রাম্যমান আদালত    ♦     মুসলিমনগর এলাকার জ্বলাবদ্ধতা নিরসনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন    ♦     বন্দর উপজেলা বিএনপি সভাপতির মামলা বাণিজ্যের অডিও ফাঁস    ♦     আইনজীবীদের প্রতি কৃতজ্ঞ: জাকির খান    ♦    

কুরআনের আলোকে সমাজ ও রাষ্ট্র পরিচালনা করলে শান্তি ফির আসবে

ডান্ডিবার্তা | ১৯ মার্চ, ২০২৫ | ১১:৫৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
গতকাল মঙ্গলবার নারায়ণগঞ্জ মহানগর ইসলামী ছাত্রশিবির আয়োজিত ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও হাফেজে কুরআন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজকে ইসলামি ছাত্র শিবির যে আয়োজন করেছে তা প্রশংসার দাবি রাখে। হাফেজ ছাত্রদের উদ্দেশ্যে তিনি বলেন, হাফেজ হওয়া কোনো চাট্টিখানি ব্যাপার না। আল্লাহ যাকে মনোনীত করেছেন তিনিই হাফেজ হয়েছেন। তিনি আরও বলেন, আপনাদের শুধু কোরআন তেলাওয়াত করলে চলবে না,কোরআন বুঝে তেলাওয়াত করার উপর তাগিদ দিয়েছেন। কোরআন তেলাওয়াত বা ঝাড়ফুক এর মধ্যে রাখলে চলবে না। এই কোরআন দিয়ে সমাজ, সংস্কৃতি তথা রাষ্ট্র পরিচালনা করার জন্য তিনি বলেছেন। এছাড়াও তিনি বলেন এজাতীয় সংবর্ধনায় ফ্যাসিবাদের আমলে কোরআনকে প্রমোট করা হয়নি, বরং কোরআনকে লাঞ্ছিত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামীন আমাদের ঐ অবস্থা থেকে মুক্তি দিয়েছে। ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের জন্য সম্পদ তৈরী করতে চায়।তাই দেশ, জাতি এবং উম্মাহ’র কল্যান তৈরী করবে, সমৃদ্ধির একটি পথ দেখাবে। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ, কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মুহাম্মদ আবদুল জব্বার। নারায়ণগঞ্জ মহানগর ছাত্র শিবিরের সভাপতি হাফেজ ইসমাইলের সভাপতিত্বে সেক্রেটারি অমিত হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগরীর সাবেক সভাপতি জনাব অ্যাডভোকেট নিজাম উদ্দিন (এপিপি) এবং সাবেক নারায়ণগঞ্জ জেলা সভাপতি অ্যাডভোকেট ইসরাফিল হোসাইন (এপিপি), মহানগর দপ্তর সম্পাদক আমজাদ হোসেন, মহানগর অর্থ সম্পাদক রায়হান বিন রফিক, মহানগর শিক্ষা সম্পাদক কামরুল ইসলাম, মহানগর স্কুল কার্যক্রম সম্পাদক আল হেলাল, মহানগর সাহিত্য সম্পাদক ওবায়দুর রহমান, মহানগর প্রচার সম্পাদক হুজ্জাতুল ইসলাম সহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা