আজ শনিবার | ১০ মে ২০২৫ | ২৭ বৈশাখ ১৪৩২ | ১১ জিলকদ ১৪৪৬ | বিকাল ৩:১২

নারায়ণগঞ্জে খাবার পানি সংকট

ডান্ডিবার্তা | ১৯ মার্চ, ২০২৫ | ১১:৫৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
২০১৯ সালে ঢাকা ওয়াসা হইতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন চুক্তি স্বাক্ষরের মাধ্যমে পানি সরবরাহ ও নিয়ন্ত্রণের দ্বায়িত্ব নেন। এর পর থেকে পানি সরবরাহে নানাবিধ সমস্যার সৃষ্টি হচ্ছে বলে নারায়ণগঞ্জ বাসী জানান। পানির সংকট সমাধানে সাধারণ মানুষ সুনির্দিষ্ট কোন সমাধান না পেয়ে দুর্ভোগের শিকার হচ্ছে। পানি বিভাগের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর দ্বায়িত্বে যাহারা রয়েছেন তাহারা উদাসীন ভূমিকা পালন করে যাচ্ছে বলে ভুক্তভোগীদের দাবি। নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন স্হানে দিন দিন বৃদ্ধি পাচ্ছে পানি সংকট। আর যতটুকু পানি সরবরাহ করা হয় সে পানি দুর্গন্ধ, নোংরা। পানি এতটাই নোংরা ও দুর্গন্ধযুক্ত যা মানুষের ব্যবহারের যোগ্য নয়। যাহারা এ পানি ব্যবহার করছে তারাই নানাবিধ শারীরিক রোগে আক্রান্ত হচ্ছে। অথচ প্রতিমাসেই পানির বিল পরিশোধ করতে হচ্ছে। সুপেয় এ পানি না পাওয়া ভুক্তভোগী খানপুর এলাকার একজন জানান গত ৩/৪ দিন ধরে পানির অভাবে আমরা সমস্যায় পরে আছি। হাজীগঞ্জ পাঠানটুলী কবরস্থান এলাকাবাসী জানান এখানে যে পানি সরবরাহ করা হচ্ছে সে পানি শোধন ছাড়া শীতলক্ষ্যা নদীর পানি সরবরাহ করা হচ্ছে। কারন পানি এতটাই নোংরা ও দুর্গন্ধ যা আমরা ব্যবহার করতে পারছি না। সিদ্ধিরগঞ্জ ধনকুন্ডা এলাকাবাসী বলেন, এখানকার পানির পাম্প নষ্ট হওয়ায় মানুষ পানি সংকটে ভূগছে। এ ছাড়া তল্লা চেয়ারম্যান বাড়ি পাম্প এর খবর নিয়ে জানা যায়, এখানকার পাম্প নষ্ট হওয়ায় নাসিক কতৃপক্ষ ঠিক করে না দেয়ায় স্হানীয় এলাকাবাসী নিজেরাই অর্থ খরচ করে ঠিক করেন। পানির এ সংকট নিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর দ্বায়িত্বে থাকা আব্দুল্লাহ আল জুবায়ের(সহকারী প্রকৌশলী সিভিল) এর মুঠোফোনে একাধিকবার কল করলে কলটি রিসিভ হয়নি। নারায়ণগঞ্জ এলাকাবাসী পানির এ তীব্র সংকট সমাধানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা