
ডান্ডিবার্তা রিপোর্ট
ঈদের বাকি আর হাতে গোনা ২ সপ্তাহ। তাইতো ঈদকে সামনে রেখে কেনাকাটায় নেমে পড়েছেন নগরীর জণসাধারণ। বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী আর হকাররা পাল্লা দিয়ে বিক্রি করছেন পণ্য। তাদের হাক-ডাকে মুখরিত থাকছে পুরো নগরী। সারাদিন বিভিন্ন বিপনী বিতানে ভিড় তুলোনামূলক কম থাকলেও ভিড় বাড়ে ইফতারের পরে। পরিবারের সদস্যদের জন্য পছন্দমতো জামা, জুতা, আনুষঙ্গিক কেনাকাটা করতে বের হন নগরবাসী। সারাদিন ঘোড়াফেরার পর অনেকেই ইফতার করেন বাহিরে। নগরীর চারদিকে বিরাজ করছে ঈদের আমেজ। গতকাল মঙ্গলবার নগরীর আলমাস পয়েন্ট, ডিআইটি মার্কেট, সান্তনা মার্কেট, সমবায় মার্কেট, মার্ট টাওয়ার, কালিরবাজারের ফ্রেন্ডস মার্কেটসহ বঙ্গবন্ধু সড়কের ফুটপাতের দোকানগুলোতে দেখা যায় এমন চিত্র। ঈদের জন্য জামা, জুতো, নারীদের প্রসাধনী, পাঞ্জাবিসহ নানান জিনিস কিনতে ভিড় করছেন ক্রেতারা। শুধু তাই নয় ঈদ উপলক্ষে ভিড় দেখা গেছে বিভিন্ন ক্রোকারিজ শপও। ঈদ যতো কাছাকাছি আসছে, ভিড় ততো বাড়ছে। শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ কেনাকাটা করতে ভিড় জমাচ্ছেন দোকানগুলোতে। ক্রেতাদের চাহিদা ও রুচির বিষয়টি মাথায় রেখে নারী-পুরুষ ও শিশুসহ সব বয়সী মানুষের জন্য নতুন নতুন ডিজাইনের পোশাক আনা হয়েছে এবারের ঈদের কালেকশনে। প্রতিদিনই বাড়ছে বেচাকেনা। তবে শুরুর দিকে শিশু ও নারীদের পোশাক বেশি বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এসময় ঈদের কেনাকাটা করতে আসা ফাহিমা বলেন, ‘প্রতি বছর নিজের পরিবার এবং আত্মীয়স্বজনের জন্য কেনাকাটা করি৷ কিছুদিন পর ভিড় আরও বেড়ে যাবে। তাই আগেই কেনাকাটা সেরে ফেললাম। প্রতিবার বিভিন্ন ড্রেস ট্রেডিংএ থাকে, বিগত বছরে পাখি ড্রেস, মাসাককলি, লং ডেস ও গাউন ছিলো। এবার চারদিকে পাকিস্তানি ড্রেস বেশি দেখছি। যদি পছন্দ হয় তাহলে সেটাই কিনবো।’ ক্রেতা বিল্লাল হোসেন বলেন, ‘প্রতিবছর বাবা আমাকে ও আমার বোনকে শার্ট-প্যান্ট, জামা কিনে দিতো। এবার আমি এসেছি বাবা মা বোনকে নিয়ে, তাদের জন্য কিছু কিনবো। এই ঈদটা আমার কাছে একটু বেশি স্পেশাল। বিকেলের আগে বের হয়েছি যাতে ইফতারের আগে কেনাকাটা শেষ করতে পারি। আশেপাশের দোকার ঘুড়ছি, আপাতত ছোট বোন আর মায়ের জন্য কেনা হয়েছে বাকিটুকু দেখছি।’ আরেক ক্রেতা মিনহা তাবাসসুম বলেন, ‘আগামী সপ্তাহে গ্রামের বাড়ি চলে যাবো। এজন্য এখন কাপড় কিনতে আসা। পরিবারের লোকজনের জন্য কিনে নিয়ে যাবো। তবে ঈদে মার্কেটের জামার দাম অনেক চাচ্ছে। দোকানে যে শার্ট ১২০০ টাকা চায় সেখানে ফুটপাতে ৫০০ টাকা হলে দিয়ে দেয় তাই এখানে আসা। ফুটপাতে দোকান ভাড়া নাই, কমচারী থাকে না তাই শার্ট-প্যান্টের দাম কম থাকে। তাছাড়া চাষাড়া থেকে একদম উকিলপাড়া পর্যন্ত অনেক দোকান বসে। সাথে রিভারভিউ বা হকারর্স মার্কেট তো আছেই। এখানে একসঙ্গে অনেক দোকান থাকায় পছন্দমতো সামর্থের মধ্যে কেনাকাটা করা যায়।’ বিক্রেতা শাহীন হোসেন বলেন, ‘গত শুক্রবার থেকেই ঈদের কেনাবেচা মূলত শুরু হয়েছে। পুরোদমে বিক্রি এখনো শুরু হয়নি। এখনো ঈদের বাকি আরও ১৩ দিন। অন্যবারের তুলনায় এবার কেনাবেচা ভালো হবে বলে আশা রাখি।’ ফুটপাতের বিক্রেতারা আহসান কবির বলেন, ‘আমাদের ফুটপাতে দোকান ভাড়া নাই। তাই কম দামে পণ্য বিক্রি করতে পারি। আর যতো মধ্যবিত্ত আর নিম্তবিত্ত মানুষ আছে তারা মার্কেটের তুলোনায় কম দামে পাওয়ায় ফুটপাত থেকেই বেশি কেনাকাটা করেন। ঈদের আগে প্রতি বছরই আমাদের প্রত্যাশা থাকে অনেক। এবছরও প্রত্যাশা আছে। বিক্রিও ভালো হবে ইনশা-আল্লাহ। লোকজন আসতে শুরু করেছেন। কয়েকদিন পরে ভিড় আরও বাড়বে। আশা করছি ভালো বিক্রি করতে পারবো।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯