
ডান্ডিবার্তা রিপোর্ট
ঈদের আগে শ্রমিকের পূর্ণ বোনাস ও মার্চ মাসের বেতন পরিশোধ, নারী-শিশু ধর্ষণ নির্যাতন, মব সন্ত্রাস বন্ধ, দ্রব্যমূল্য কমানো, সিন্ডিকেট ভাঙ্গা, রেশনিং ব্যবস্থা চালুর ও নির্বাচনের তারিখ ও রোডম্যাপ ঘোষণার দাবিতে গতকাল বুধবার সকাল ১১ টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে বাম গণতান্ত্রিক জোট নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি কমরেড হাফিজুল ইসলাম। বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লব, সিপিবি জেলা নেতা দুলাল সাহা, বাসদ নারায়ণগঞ্জ জেলা ফোরামের সদস্য সেলিম মাহমুদ, সিপিবি নেতা ইকবাল হোসেন। নেতৃবৃন্দ বলেন, ৫ আগস্ট ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যূত্থারে মাধ্যমে শেখ হাসিনার পতনের পর মানুষের প্রত্যাশা ছিল সন্ত্রাস নৈরাজ্য বন্ধ হবে, নিত্যপণ্যের দাম মানুষের হাতের নাগালে আসবে। কিন্তু আমরা সম্পূর্ণ বিপরীত চিত্র দেখলাম। অব্যাহত মব ভায়োলেন্স, চুরি-ছিনতাই-ডাকাতি, হত্যা, মাজার ভাঙ্গা, মন্দিরে আক্রমণ, আদিবাসী জনগোষ্ঠীর উপর হামলা, এবং নারী-শিশু নির্যাতন ও ধর্ষণ বেড়েই চলছে। অন্তর্বর্তী সরকার এসমস্ত বন্ধ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ঢাকা বিশ^বিদ্যালয়ে ছাত্রী নিগ্রহ, দোষীকে গ্রেফতারের পর তথাকথিত তৌহিদী জনতার নামে থানায় আসামীকে ছাড়াতে মব তৈরি এবং পরদিন আসামীকে জামিন প্রদান. দেশের বিভিন্ন এলাকায় নারী ধর্ষণ বৃদ্ধি কোন ক্ষেত্রেই সরকার কার্যকর ভূমিকা নিতে পারে নাই। বরং স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য অনেকাংশে আক্রমণকারীদের প্রশ্রয় দিচ্ছে। আসিয়া ধর্ষণের ঘটনার পর সারাদেশে বিশেষত নারী ও ছাত্ররা বিক্ষোভে ফেটে পড়েছে। নেতৃবৃন্দ আরও বলেন, স্বৈরাচারী শাসনামলে সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্য মূল্য বৃদ্ধি হতো। কিন্তু হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে নাই। ফলে রমজান মাসে বিগত শাসনের সময়ের মতোই নিত্যপণ্যের দাম বাড়িয়েছে। নিত্যপণ্যের উচ্চমূল্যের এসময়ে নি¤œ আয়ের মানুষকে রেশন দেয়ার ব্যবস্থা সরকারকে করতে হবে।নেতৃবৃন্দ বলেন, দরিদ্র শ্রমজীবী মানুষ ঈদ আসলেই কেবল ভাবতে পারে পরিবার পরিজনের জন্য কিছু ভাল খাবার ও কিছু জামা কাপড় কেনার। তাই গার্মেন্টসে শ্রমিকরা ঈদের আগে অতিরিক্ত কাজ করে তাদের আয় বাড়ানোর জন্য। কিন্তু মালিকরা ঈদের আগে বেতন-বোনাস নিয়ে কারখানাগুলোতে সংকট তৈরি করে। কিছু গার্মেন্টসে হাফ বোনাস দিলেও অধিকাংশ ক্ষেত্রে বোনাস না দিয়ে ৫০০/১০০০ টাকা বকশিশ দেয়। সরকারি প্রতিষ্ঠানে বেসিকের সমান বোনাস দেয়া হয়। অথচ যাদের উৎপাদনের কারণে দেশে বৈদেশিক মূদ্রা আসে তাদের ঠিকমতো বোনাস দেয়া হয় না। শ্রমিকদের সরকারি প্রতিষ্ঠানের মতো পূর্ণ বোনাস দিতে হবে। ঈদের আগে শ্রমিকের মার্চ মাসের বেতন পাওয়া ন্যায্য। শ্রমিকদের বেতন বোনাস ঈদের শেষ মুহুর্তে দিলে শ্রমিক বাড়ি যাওয়ার তাড়ায় ভালো করে কেনাকাটা করতে পারে না। শ্রমিকের পূর্ণ বোনাস, সকল বকেয়া ও মার্চ মাসের বেতন পরিশোধ করতে হবে। নেতৃবৃন্দ বলেন, দেশের এই সংকটময় পরিস্থিতিতে জরুরি সংস্কার কাজ সম্পন্ন করে দ্রæত নির্বাচন দিতে হবে আমরা অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানাচ্ছি।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯