আজ শুক্রবার | ৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২ | ১০ জিলকদ ১৪৪৬ | দুপুর ১২:২৫
শিরোনাম:
সোনারগাঁয়ে চাঁদাবাজরা বেপরোয়া কোটি টাকার মালামাল লুট    ♦     শেখ হাসিনা গডফাদারদের রক্ষা করতে ত্বকী হত্যার বিচার বন্ধ করে রেখেছিল    ♦     পুলিশ কেন আত্মহত্যা করে?    ♦     শেখ হাসিনা গডফাদারদের রক্ষা করতে ত্বকী হত্যার বিচার বন্ধ করে রেখেছিল    ♦     রাজনীতিতে সক্রিয় হচ্ছেন খালেদা জিয়া    ♦     সশস্ত্র বাহিনীর বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও দুই মাস বাড়ল    ♦     রূপগঞ্জে জমিদার সিটির সাইনবোর্ড গুড়িয়ে দিলো ভ্রাম্যমান আদালত    ♦     মুসলিমনগর এলাকার জ্বলাবদ্ধতা নিরসনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন    ♦     বন্দর উপজেলা বিএনপি সভাপতির মামলা বাণিজ্যের অডিও ফাঁস    ♦     আইনজীবীদের প্রতি কৃতজ্ঞ: জাকির খান    ♦    

না’গঞ্জকে সন্ত্রাসের জনপদে পরিনত করেছিল ওসমান পরিবার: মুন্না

ডান্ডিবার্তা | ২২ মার্চ, ২০২৫ | ১২:৩৭ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, এই নারায়ণগঞ্জকে সন্ত্রাসের জনপদে পরিণত করেছিলো ওসমান পরিবার। এই ওসমান পরিবারের অত্যাচারের হাত থেকে কোনো ব্যবসায়ী, জনগণ সাধারণ মানুষ কিন্তু নিরাপদ ছিলো না। এখানে আজমেরী ওসমান, অয়ন ওসমান এদের প্রত্যেকের বাহিনী দিয়ে যে সন্ত্রাসের জনপদ তৈরি করে ছিলো নারায়ণগঞ্জে শামীম ওসমানের ক্যাডার বাহিনীর নেতৃত্বে ছিল শাহ নিজাম সহ আমরা নারায়ণগঞ্জের কোনো উল্লেখযোগ্য সন্ত্রাসীকে এখন পর্যন্ত গ্রেপ্তার হতে দেখি নাই। প্রশাসনকে আমরা বলতে চাই, ছাত্র জনতার আন্দোলনে শামীম ওসমান নিজে অস্ত্র হাতে গুলি চালিয়ে ছিলো। এই সমস্ত ক্রিমিনালরা কিভাবে বাংলাদেশ থেকে বের হয়ে গেলো এটা একটা বিরাট রহস্যের ব্যাপার। তাদের অন্যান্য সহযোগীরা যারা এখনো বিভিন্ন স্থানে লুকিয়ে রয়েছে আমি তাদেরকে গ্রেপ্তারের জন্য প্রশাসনকে আহŸান জানাচ্ছি। গতকাল শুক্রবার দুপুরে ফতুল্লা মাসদাইর এলাকায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে নারায়ণগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে ওই উপহার বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। জেলা প্রশাসক ও পুলিশ সুপারের প্রতি অনুরোধ রেখে তিনি বলেন, আপনারা নারায়ণগঞ্জের মানুষের নিরাপত্তা বিধানের জন্য যা যা করণীয় আপনাদের কাছে আমাদের উদাত্ত আহŸান কেউ যদি কোনো অন্যায় করে তাদেরকে সুযোগ দিবেন না। কোনো দলীয় পরিচয়কে গ্রহণ করবেন না। আমাদের কে কিন্তু জনগণের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন আমাদের নেতা তারেক রহমান। কেউ অন্যায় করলে কিন্তু তিনি কাউকেই ছাড় দিচ্ছেন না। এক্ষেত্রে জিরো ট্রলারেন্স। জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা জেলা ও মহানগরের কেন্দ্রে বসে না থেকে উপজেলা, থানা পৌরসভা ওয়ার্ড গুলোতে যান। ঘরে এবং পার্টি অফিসে বসে রাজনীতি করলে কিন্তু হবেনা। আমরা কিন্তু আপনাদের সকল কার্যক্রম পর্যবেক্ষণ করছি। ত্বকী হত্যাকান্ড নিয়ে তিনি বলেন, নারায়ণগঞ্জে একটি দু:খজনক হত্যাকাÐ হয়েছিলো। এই হত্যাকাÐের মূল আসামিদের আজ পর্যন্ত ধরা হয়নাই। আমি আশা করি ওসমান পরিবারের কেউ কেউ এখানে জড়িত আছে প্রশাসন অবিলম্বে এই ত্বকী হত্যাকারীদের আইনের আওতায় আনবে। এই নারায়ণগঞ্জে গত সাড়ে ১৫ বছরে যত অন্যায় অবিচার ও হত্যাকাÐ হয়েছে প্রত্যেকটির বিচার হতে হবে। যুবদল কর্মী স্বজন ও শাওন হত্যার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচার করতে হবে। তিনি আরো বলেন, বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তিত পরিস্থিতিতে এখনো আমরা গণতন্ত্রের স্বাদ পাইনি। বিভিন্ন ধরনের ষড়যন্ত্র অপচেষ্টা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে এখনো হুমকির মুখে রেখেছে। আমরা এখনো নিরাপদ নই। জুলাই আগস্টের ছাত্র জনতার যে বিপ্লব এর পটভূমি শুরু হয়েছিলো দেড়যুগ আগে থেকেই। যেটার নেতৃত্ব দিয়েছিলেন বেগম খালেদা জিয়া। উনার আপোষহীন মনোভাবের কারণেই বাংলাদেশে ফ্যাসিস্ট হাসিনার মসনদকে কাপিয়ে দিয়েছে। আন্দোলনের এক সময় চালিকা শক্তি হিসেবে আর্ভিভূত হয়েছেন তারেক রহমান। যিনি বর্তমানে বাংলাদেশের ১৮কোটি মানুষকে নেতৃত্ব দিচ্ছেন। আগামীতে উনি বাংলাদেশকে নিয়ে সুন্দর একটি পরিকল্পনা নিয়েছেন। বিএনপি ২০২৩ সালে রাষ্ট্র সংস্কারের জন্য ৩১ দফা দাবি দিয়েছিলেন। সেখানে সকল কিছু রয়েছে। তারেক রহমান বলেছেন, সংস্কার এবং নির্বাচন মুখোমুখি জায়গায় দাঁড় করানোর প্রয়োজন নাই। সংস্কার থাকবে আবার নির্বাচনও হবে। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের জনগণ অনেক নিরাপত্তাহীনতা রয়েছে। বর্তমান সরকার কিন্তু চেষ্টা করছে। কিন্তু অনেক ধরনের অসহযোগিতা। এজন্যই দরকার একটি নির্বাচিত সরকার। নির্বাচিত সরকারই জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। মহানগর যুবদলের আহŸায়ক মনিরুল ইসলাম সজল এর সভাপতিত্বে ও সদস্য সচিব শাহেদ আহম্মেদ এর সঞ্চালনায় ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলে আহŸায়ক রবিউল ইসলাম নয়ন। আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা যুবদলের আহŸায়ক সাদেকুর রহমান সাদেক, সদস্য সচিব মশিউর রহমান রনি, মহানগর যুবদলের যুগ্ম আহŸায়ক রুহুল আমিন সহ অন্যান্য যুগ্ম আহŸায়ক ও সদস্যরা।

 




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা