আজ শনিবার | ১০ মে ২০২৫ | ২৭ বৈশাখ ১৪৩২ | ১১ জিলকদ ১৪৪৬ | সন্ধ্যা ৭:২৪

ফুটপাত এখন নগরবাসীর গলার কাটা!

ডান্ডিবার্তা | ২৩ মার্চ, ২০২৫ | ১১:৩৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
প্রশাসন শত চেষ্টা করেও ফুটপাত দখল মুক্ত করতে পারছেন না। বতর্মানে ফুটপাত দখল ও যানজটে নগরবাসীর নাভিশ^স হয়ে উঠেছে। সাধারণ মানুষ পবিত্র রমজানে একটু স্বস্তিতে চলাচল করতেও পারছেন না। নারায়ণগঞ্জ শহর যেন নগরবাসীর গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এদিকে শহরের ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসন উচ্ছেদের পর আবারো দখলের প্রতিযোগিতা শুরু গেছে। শহরের ফুটপাতগুলো আবারো হকারদের দখলে চলে গেছে। ফুটপাতের দোকান অন্যদিকে প্রধান সড়কে অবৈধ যানবাহনে আবারো দুর্ভোগে পড়েছে নগরবাসী। দখলমুক্ত করতে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে যখন শহরবাসী স্বস্তি, তখন আবারো দখলে যান হকাররা। শহরে মার্কেটে আগত সাহানারা বেগম ক্ষোভে জানান, ফতুল্লা থেকে চাষাঢ়া আসতে লেগেছে ৫২ মিনিট। তার মধ্যে চাষাঢ়া হাটতে গেলেও ধাক্কাধাক্কিতে নিজে সহ বাচ্চারা ক্লান্ত হয়ে পড়েছে। এটা কোন শহরে আসলাম, একদিকে বালুকে নাকাল আমরা ফতুল্লাবাসী। অন্যদিকে শহরে আসলেও যানজট ও ফুটপাত দলে স্বস্তির নিশ্বাস ফেলতে পারছি না। এমন নগর আমরা দেখতে আর চাই না। রিক্সা চালক আহসান উল্লাহ জানান, অবৈধ যানবাহনের কারণে এখন একদিনে চাহিদা ভাড়া উঠাতে পারি না। তার মধ্যে শহরের মোড়ে মোড়ে দীর্ঘ যানজটে অতিষ্ট হয়ে পড়ছি। পুলিশ যদি আরো শক্ত অবস্থানে থাকলে শহরে যানজটমুক্ত রাখা সম্ভব। এর আগে একাধিকবার নগরীর নবাব সিরাজ-উদ-দৌলা সড়ক, মীর জুমলা সড়ক, শায়েস্তা খাঁ সড়ক এবং বঙ্গবন্ধু সড়কে দখলমুক্ত করতে অভিযান চালায়। এ সময় রাস্তায় অবৈধভাবে পার্কিং করা চারটি মোটরসাইকেল জব্দ করা হয়। ফুটপাত দখল করে রাখা ভাসমান দোকানপাট উচ্ছেদ করা হয় এবং কিছু মালামাল সিটি করপোরেশনের কাছে পাঠানো হয়।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা