আজ শনিবার | ১৬ আগস্ট ২০২৫ | ১ ভাদ্র ১৪৩২ | ২১ সফর ১৪৪৭ | রাত ৯:৪৯

সিদ্ধিরগঞ্জে খেলাফত আন্দোলনের আলোচনা সভা ও ইফতার

ডান্ডিবার্তা | ২৩ মার্চ, ২০২৫ | ১১:৪০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
ইসরাইল তুমি স্বরণ রেখো, পৃথিবীর কোন জালেমের শেষ রক্ষা হয় নাই, তোমারও শেষ রক্ষা হবে না। আল্লাহ পৃথিবীর কোন জালেমকেই ছাড় দেন নাই। তোমাদের প্রভূ আমেরিকা তোমারদের শেষ রক্ষা করতে পারে না উপরোক্ত কথাগুলো বলেছেন, বাংলাদেশ খেলাফত আন্দোলন সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন। গত শুক্রবার সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোডেস্থ তাজমহল চাইনিজ রেস্টুরেন্ট ও কমিউনিটি সেন্টারে বাংলাদেশ খেলাফত আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিলে বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় বক্তারা আরো বলেন, আগে সংস্কার পরে নির্বাচন। আমরা আর কোন ফাদে পা দিচ্ছি না। হেফাজতে ইসলামের এক নেতাকে উদ্দেশ্য করে বলেন, আমাদেরকে আন্দোলনের মাঝ পথে রেখে আপনি লন্ডনে পালিয়ে যাবেন তা হবে না। কত টাকা নিয়েছিলেন? তা কিন্তু আমরা সকলেরই জানা আছে। অতএব সাবধান হয়ে যান। বাংলাদেশ খেলাফত আন্দোলন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার উদ্যোগে নারায়ণগঞ্জ জেলা খেলাফত আন্দোলনের আমীর আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সীর সভাপতিত্বে আলোচনা সভা ও ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, মাওলানা এহতেরামুল হক উজানবী, মুফতি এহতেশামুল হক কাসেমী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের ঢাকা মহানগরীর আমির মুফতী মাহবুবুর রহমান, মুফতী রশীদ আহমেদ, ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার আমির মাওলানা দ্বীন ইসলাম, ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর শাখার সাধারণ সম্পাদক সুলতার মাহমুদ, নারায়ণগঞ্জ জেলা খেলাফত আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা শেখ সাদী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী আবু বক্কর, বাংলাদেশ খেলাফত আন্দোলনের ভোলা জেলা সাধারণ সম্পাদক মোঃ শহিন, বাংলাদেশ খেলাফত আন্দোলন নরসিংদী জেলা সাংগঠনিক সম্পাদক ইসমাইল, খতমে নবুওয়াতের প্রচার সম্পাদক মোঃ জারির হাসান, ডেমরা থানা বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রচার সম্পাদক মাওলানা বেলাল হোসাইন, ফতুল্লা থানা বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, বন্দর থানা বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাধারণ সম্পাদক মুফতী মুজাউল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মুফতী সুলতার আহমেদ ও হাসানুজ্জামান ইছা প্রমূখ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা