আজ শনিবার | ১০ মে ২০২৫ | ২৭ বৈশাখ ১৪৩২ | ১১ জিলকদ ১৪৪৬ | বিকাল ৩:২১

দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে ছাড় দেওয়া হবে না: মান্নান

ডান্ডিবার্তা | ২৪ মার্চ, ২০২৫ | ১১:৩৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেছেন, সোনারগাঁয়ে যদি কেউ দলের নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাসী কর্মকাÐ ও লুটপাট করে তাদেরকে ছাড় দেওয়া হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়িত হলে বাংলাদেশের জনগণ শান্তিতে থাকতে পারবে। তারেক রহমানের নির্দেশেই বিএনপির প্রতিটি তৃনমূলের নেতাকর্মীরা দেশের অসহায় জনগনের পাশে দাঁড়িয়েছেন। এদেশে আর কোন জুলুমকারী ফ্যাসিষ্টদের স্থান দেয়া হবে না। গতকাল রোববার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া বৈদ্যেপাড়া এলাকায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি তাজুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম টিটু, পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, পৌর বিএনপি নেতা হুমায়ুন কবির রফিক। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপি নেতা সাদেকুল ইসলাম সেন্টু, আবুল হাসেম, বিএম ডালিম, বিএনপি নেতা সেলিম হোসেন দীপু, বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মেম্বার, উপজেলা শ্রমিকদলের সভাপতি মজিবুর রহমান, কৃষকদল নেতা ফজলু মেম্বার, উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, ছাত্রদল নেতা আরাবী, আলভী, ইমন, আওলাদ প্রমূখ। পরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে সোনারগাঁ উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের শতশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা