আজ শনিবার | ১০ মে ২০২৫ | ২৭ বৈশাখ ১৪৩২ | ১১ জিলকদ ১৪৪৬ | দুপুর ২:৫৬

বন্দরে অটোরিকশা চালক ও নদী পারাপারে মাঝিদের নৈরাজ্যে অতিষ্ট যাত্রী সাধারণ

ডান্ডিবার্তা | ২৪ মার্চ, ২০২৫ | ১১:৪১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
ঈদকে সামনে রেখে বন্দর উপজেলা নারায়ণগঞ্জ নাগরিক কমিটি, বন্দর শাখা জেলা প্রশাসক, এসপি ও বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি দিয়েছে। স্মারকলিপিতে অটোরিকশা চালক ও নদী পারাপারে নিয়োজিত মাঝিদের নৈরাজ্য বন্ধ করার দাবি জানানো হয়েছে। গতকাল রবিবার প্রশাসনিক কার্যালয় গুলোতে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে বলা হয়, “প্রতিবছর ঈদকে সামনে রেখে একশ্রেণীর অটোরিকশা চালক ও নদী পারাপারে নিয়োজিত মাঝিরা জোরপূর্বক বাড়তি ভাড়া আদায়ের নামে নৈরাজ্য চালায়। এ বিষয়ে প্রতিবাদ করলে যাত্রীদেরও নানাভাবে হেনস্তা ও লাঞ্চিতের শিকার হতে হয়। স্মারকলিপিতে আরো বলা হয়, বন্দর সেন্ট্রাল খেয়াঘাটের মাঝিরা সিন্ডিকেট করে প্রতিবার নদী পারাপারে একটি নৌকায় ৬ জনের স্থলে ১০ থেকে ১৫ জন যাত্রী বহন শুরু করেছে। পাশাপাশি ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত জোরপূর্বক আদায় করা হচ্ছে। এরই সঙ্গে প্রচুর মালামাল বহন করছে তারা।” ফলে, যে কোন সময় নৌকা ডুবিতে শিশু ও নারীসহ অন্যান্য যাত্রীদের প্রাণহানী ঘটার আশঙ্কা রয়েছে। এমনকি যাত্রীদের সুলভ বাহন অটোরিকশা চালকগণ ইতিমধ্যে অতিরিক্ত ভাড়া আদায়ে পরিকল্পনা নিয়েছেও বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়। এই নৈরাজ্য ও হয়রানীর হাত থেকে যাত্রীদের রক্ষার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনকে অনুরোধ করা হয়।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা