আজ শনিবার | ১০ মে ২০২৫ | ২৭ বৈশাখ ১৪৩২ | ১১ জিলকদ ১৪৪৬ | বিকাল ৩:০৭

বিশ বছর পর একসা‌থে না’গঞ্জ হাইস্কুলের বন্ধুরা

ডান্ডিবার্তা | ২৪ মার্চ, ২০২৫ | ১১:৪৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
দীর্ঘ ২০ বছর স্কুল বন্ধুরা বি‌চ্ছিন্ন হ‌য়ে চ‌লে গে‌ছে বি‌ভিন্নস্থা‌নে। কেউ চি‌কিৎসক, কেউ ব‌্যাংকার। কেউ ব‌্যবসায়ী তো কেউ সাংবা‌দিক ও আইনজীবী। আবার কেউবা বাংলা‌দেশ চল‌চ্চি‌ত্রের নায়ক। নানা পেশায় কর্মজীবী নারায়ণগঞ্জ হাইস্কু‌লে ২০০৪ ব‌্যাচে পড়ুয়া সেই টকবগে যুবকরা এখন সংসার জীব‌নের অ‌ভিভাবক। সেই আবেগ নি‌য়েই কু‌ড়ি বছর পে‌রি‌য়ে ২১ বছ‌রে আবা‌রো একসা‌থে হ‌লো স্কুল বন্ধুরা। গত শ‌নিবার বিকা‌লে জাকজমকপূর্ণ এক ইফতার অনুষ্ঠানে নারায়ণগঞ্জ হাইস্কুল ২০০৪ ব‌্যাচের বন্ধু‌দের মিলন‌মেলায় প‌রিণত হ‌য়ে‌ছে। চাষাড়া ভাষা সৈ‌নিক সড়ক তথা বালুর মাঠ এলাকায় লে মোর রেস্টু‌রে‌ন্টে এ আয়োজনে অংশ নি‌য়ে সক‌লেই ছিল উচ্ছ¡‌সিত। যেখা‌নে সব‌চে‌য়ে আন‌ন্দের বিষয় একই ব‌্যা‌চের বন্ধু তানজী‌ল আয়ো‌জিত অনুষ্ঠানস্থল প্রতিষ্ঠানটির স্বত্তা‌ধিকারী। স্বল্প সম‌য়ের নো‌টি‌শে প্রথমবারের মত এই সীমীত ইফতার আয়োজ‌নে প্রায় ৪০ জ‌নের মত বন্ধুরা অংশ গ্রহন করেন। আসন সীমাবদ্ধতা, অসুস্থ‌্যতা, কর্মব‌্যস্ততাসহ অন‌্য জেলায় স্থানান্তর হওয়ায় বা‌কি‌ বন্ধুরা এই মিলন‌মেলায় উপস্থি‌তি না দি‌লেও আগামী‌তে থাক‌বে ব‌লে প্রতিশ্রæ‌তি দি‌য়েছে ব‌লে জানি‌য়ে‌ছেন আয়োজকরা। এ মহ‌তি অনুষ্ঠান‌টির উদ্যো‌গে ছি‌লেন নারায়ণগঞ্জ সি‌টি প্রেসক্লা‌বের সাধারণ সম্পাদক ও আনন্দ টি‌ভি’র সাংবা‌দিক সৈয়দ সিফাত আল রহমান লিংকন। সা‌র্বিক তত্ত¡াবধা‌নে ছি‌লেন পেশাজীবী প্রসেন‌জিৎ পাল এবং ব‌্যাংকার সৌরভ দাস ডিউ। আর ছিল সকল বন্ধু‌দের উৎসাহ-উদ্দীপনা, একাগ্রতা এবং নিরালশ পরিশ্রম। যা ছাড়া নারায়ণগঞ্জ হাই স্কুল-২০০৪ ব‌্যা‌চের বন্ধু মহ‌লের মিলন‌মেলা পূর্ণতাই পে‌তো না। তারা হ‌লো, ‌চাকুরীজীবী ও ক্রিকেটার বিশ্বজিৎ, সেলুন মা‌লিক স‌মি‌তির নেতা মিঠুন, সাংস্কৃ‌তিক অঙ্গনে তবলা বাদক নান্টু, সৌরভ সাহা, অ‌ভিজিত সেন, নারায়ণগঞ্জ ক‌লে‌জের প্রভাষক শুভংকর, ইঞ্জিনিয়ার রজৎ, আইজীবী সেজান, ম‌শিউর, ব‌্যবসায়ী রোমান, জয় সৌরভ, আইটি শিক্ষক জা‌হিদ, সজিব ধ্রæব, আইনজীবী সৈয়দ ফাহাদুর রহমান, পলাশ দাস, সুজন আচার্য‌্য, হা‌জি ইভান, রা‌জিব, তূষার ভদ্র, স‌নি, পলাশ দে, মা‌নিক, শুভঙ্কর, জয়, আরিফ, বুলবুলসহ আরো অনে‌কে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা