
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের দাদার নামে করা ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের নাম বদলে রাখা হয়েছে ‘শহিদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়াম’। নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিজ বাড়ির ছাদে খেলার সময় গুলিবিদ্ধ হয়ে নিহত ৬ বছরের শিশু রিয়া গোপের স্মরণে এই নামকরণ করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম। এর আগে, রিয়া গোপের স্মরণে ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নাম পরিবর্তন করে ‘রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স’ রাখা হয়েছিলো। রিয়া গোপ নারায়ণগঞ্জ সদরের নয়ামাটি এলাকার ব্যবসায়ী দীপক কুমার গোপের একমাত্র কন্যা ছিলেন। ২০২৪ সালের ১৯ জুলাই গণ আন্দোলন চলাকালীন সময়ে দুপুরে নিজেদের পাঁচতলা বাড়ির বারান্দায় খেলার সময় গুলিবিদ্ধ হয় রিয়া। রক্তাক্ত অবস্থায় প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয় রিয়াকে। প্রাথমিক চিকিৎসার পর দ্রæত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পাঁচদিন আইসিইউতে থাকার পর ২৪ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রিয়া। প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, সেই সময় শহরের ডিআইটি এলাকায় আন্দোলনকারীদের উপর সশস্ত্র হামলা চালায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র হাতে দলটির সাবেক সংসদ সদস্য শামীম ওসমান তার ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরী ওসমান, শ্যালক তানভীর আহমেদ টিটুকে নিয়ে ওই সন্ত্রাসী বাহিনীকে নেতৃত্ব দেন। আন্দোলনকারীদের সাথে শামীম ওসমানের সন্ত্রাসী বাহিনীর সংঘর্ষ চলাকালীন রিয়া গোপ গুলিবিদ্ধ হন বলে অভিযোগ আছে। এছাড়া সেইসময় আন্দোলনকারীদের দমাতে হেলিকপ্টার থেকেও টিয়ারগ্যাস ও গুলি ছোড়া হয় বলে জানা গেছে। মুসলিম লীগের নেতা খান সাহেব ওসমান আলী আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন তিনি। তিনি পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য ছিলেন তিনি। ২০১১ সালে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন। খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম আইসিসি অনুমোদিত আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামগুলোর মধ্যে একটি। ২৫ হাজার দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামটি ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের আমলে নির্মিত হয়। ২০০০ সালের ১০ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি উদ্বোধন করেন। পরবর্তীতে ২০০৪ সালে অনুষ্ঠিত আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের মধ্যদিয়ে যাত্রা শুরু করে। স্টেডিয়ামে প্রথম আন্তর্জাতিক ম্যাচ গড়ায় বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার খেলার মধ্য দিয়ে ২০০৬ সালে।এই মাঠে খেলেছে বাংলাদেশের সাথে নিউজিল্যান্ড ও ভারত। সর্বশেষ ২০১৫ সালে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ম্যাচের পর আর কোন আন্তর্জাতিক ম্যাচ এই মাঠে গড়ায়নি।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯