আজ শনিবার | ১০ মে ২০২৫ | ২৭ বৈশাখ ১৪৩২ | ১১ জিলকদ ১৪৪৬ | সকাল ৯:৩০

আওয়ামী পন্থী আইনজীবীরা আতঙ্কে

ডান্ডিবার্তা | ২৮ মার্চ, ২০২৫ | ১১:৪৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে গত ৫ আগস্ট। ওই দিন থেকেই নারায়ণগঞ্জ আদালাত পাড়ায় আওয়ামী লীগ পন্থি আইনজীবী শূন্য হয়ে পড়ে। সময়ের ব্যবধানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে ধীরে ধীরে নারায়ণগঞ্জ আদালতে আওয়ামী লীগ পন্থি জুনিয়র কিছু আইনজীবী আদালতে যেতে শুরু করেছেন। তবে আওয়ামী লীগ পন্থি অধিকাংশ সিনিয়র আইনজীবীরা এখনো পর্যন্ত আদালতে যাওয়া থেকে নিজেদের বিরত রেখেছেন। আদালতে গেলে অপমানিত বা লাঞ্ছিত হওয়ার সংশয় থেকেই তারা আদালতে যাওয়া থেকে বিরত রয়েছেন বলে জানিয়েছেন বেশ কয়েকজন আইনজীবী। নারায়ণগঞ্জ আদালতে অনেক আইনজীবী রয়েছে যারা আওয়ামী লীগ সমর্থিত ছিলো। কিন্তু নেতৃবৃন্দ স্থানে থেকেও বির্তকে জড়ান নাই। আবার অনেকে দলের সমর্থন করলেও সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলেছেন। এমন আইনজীবীরাও এখন পর্যন্ত আদালতে ফেরেনি। বর্তমানে নারায়ণগঞ্জ শহরে অবস্থান করছেন এমন বেশ কয়েকজন আওয়ামী লীগ দলীয় পন্থি আইনজীবীদের সাথে সাক্ষাত হলে কুশলা বিনিময় কালে তারা জানান, বাড়িতে থেকেই দিন কাটাচ্ছেন। রাজনৈতিক পরিস্থিতির কারণে নিজে থেকেই আদালতে যাচ্ছেন না। কেন আদালতে যাচ্ছেন এমন প্রশ্নের উত্তরে বলেন, যাচ্ছিনা তার কারণ আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময় আইনজীবী সমিতিতে যারা নেতৃত্বে দিয়েছেন তারা আদালতে অনেক প্রভাব খাটিয়েছেন। বেশ কিছু ঘটনার ভিডিও এখনো ফেসবুকে ঘুরে বেড়ায়। ৫ আগস্টের পর সেই সকল আইনজীবীদের আর খোঁজ নেই। তবে আমরা যারা সবার সাথে সুসম্পর্কে কর্ম পরিবেশ বজায় রেখে কাজ পেশাগত দায়িত্ব পালন করেছি আমরাও এখন আদালতে যেতে পারছিনা। যারা নেতৃত্ব দিয়েছেন তাদের প্রতি ক্ষোভ থেকে যদি আমাদের অপমানিত বা লাঞ্ছিত করে সেই কারণেই যাচ্ছিনা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা