আজ শনিবার | ১০ মে ২০২৫ | ২৭ বৈশাখ ১৪৩২ | ১১ জিলকদ ১৪৪৬ | দুপুর ১২:১৬

ঈদযাত্রা নিরাপদ রাখতে মহাসড়কে র‌্যাবের টহল-তল্লাশি জোরদার

ডান্ডিবার্তা | ২৮ মার্চ, ২০২৫ | ১২:০১ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
ঘরমুখী মানুষের ঈদযাত্রা নিরাপদ রাখতে নারায়ণগঞ্জে মহাসড়ক গুলোতে টহল ও তল্লাশি কার্যক্রম শুরু করেছে র‌্যাব-১১। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলার সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতুর পাশে চেকপোস্টে তল্লাশির মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন র‌্যাব-১১ ব্যাটেলিয়ান অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন। ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহসড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তাদের এই কার্যক্রম শুরু হয়েছে। এ সময় র‌্যাব-১১ ব্যাটেলিয়ান অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, ‘মহাসড়কগুলোকে সাধারণ মানুষের চলাচলের জন্য নিরাপদ রাখতে র‌্যাব বছরজুড়েই চেকপোস্টে তল্লাশি ও টহল কার্যক্রম পরিচালনা করে আসছে। তবে এবারের ঈদুল ফিতর উপলক্ষে দীর্ঘ সময়ের ছুটির কারণে এ কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। মহাসড়কে কোনো যানবাহন বা যাত্রী যাতে ছিনতাই বা ডাকাতির কবলে না পড়ে, সে বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে র‌্যাব নানা পদক্ষেপ গ্রহণ করেছে। চেকপোস্টে তল্লাশির পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।’ এবারের ঈদযাত্রা মানুষের জন্য নিরাপদ ও স্বস্তিদায়ক হবে বলে আশা প্রকাশ করেন র‌্যাব-১১ ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন। র‌্যাবের এই কার্যক্রম শুরুর পর থেকে নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক যানজট মুক্ত রয়েছে। মহাসড়ক পুরোপুরি যানজটমুক্ত রাখতে জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ট্রাফিক পুলিশের বিভিন্ন টিম কাজ করছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা