আজ শনিবার | ১০ মে ২০২৫ | ২৭ বৈশাখ ১৪৩২ | ১১ জিলকদ ১৪৪৬ | সকাল ১১:৩১

বন্দরে ওষুধ ব্যবসায়ীকে অপহরণ পৌনে ৩ লাখ টাকা লুট

ডান্ডিবার্তা | ০৮ এপ্রিল, ২০২৫ | ১১:৪৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বন্দরে অস্ত্র ঠেকিয়ে হাবিবুর রহমান (৩৪) নামে এক ব্যবসায়ীকে তুলে নিয়ে কুপিয়ে আহত করে সর্বস্ব লুটে নিয়েছে দুর্বৃত্তরা। গত রোববার রাতে মদনপুর বাসস্ট্যান্ড ফুটওভার ব্রিজের সামনে থেকে তাকে তুলে নেয়া হয়েছে। এসময় ব্যবসায়ীর কাছ থেকে নগদ দুই লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার পর ১০ লাখ টাকা মুক্তিপন আদায়ের নামে চারটি স্ট্যাম্পে স্বাক্ষর নেয় দুর্বৃত্তরা। আহত হাবিবুর রহমান মদনপুর সামাদ ভূঁইয়া মার্কেটে পাইকারি ঔষধ ব্যবসায়ী। তিনি লাঙ্গলবন্দ মহজমপুর এলাকার আলাউদ্দিনের ছেলে। ব্যবসায়ী হাবিব জানান, কর্মচারীদের বিদায় করে দোকান বন্ধ করে বাড়ির ফিরার সময় গত রোববার রাত ১১টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মদনপুর বাসস্ট্যান্ড ফুটওভার ব্রিজের সামনে দাড়িয়ে ছিলেন। এসময় কিছু বুঝে উঠার আগেই ১২/১৪ জন তাকে অস্ত্রের মুখে জিম্মি করে সিএনজিতে তুলে চোখ বেঁধে অপহরণ করে নিয়ে যায়। পরে গকুলদাসেরবাগ এলাকায় নিয়ে তাকে কুপিয়ে তার ব্যাগে থাকা নগদ পৌনে ৩ লাখ টাকা ছিনিয়ে নেয়। ওই স্থানে পূর্বে থেকে বসে থাকা লিমা আক্তার নামে এক নারী মুক্তিপন আদায়ের নামে চারটি স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে তারা ছিটকে পড়ে। পরে তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ব্যপারে বন্দর থানায় অফিসার ইনচার্জ ওসি তরিকুল ইসলাম বলেন, ঔষধ ব্যবসায়ীকে অস্ত্র ঠেকিয়ে অপহরণের ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা