আজ শনিবার | ১০ মে ২০২৫ | ২৭ বৈশাখ ১৪৩২ | ১১ জিলকদ ১৪৪৬ | বিকাল ৫:৩৩

প্রেমের ফাঁদে ফেলে বøাকমেইলিং যার পেশা

ডান্ডিবার্তা | ০৯ এপ্রিল, ২০২৫ | ১১:৪৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়নগঞ্জ সোনারগাঁয়ের এক নারীর নামে স¤প্রতি ভয়ঙ্কর চাঁদাবাজি ও বø্যাকমেইলের চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। স্থানীয়ভাবে ‘সনিয়া’ নামে পরিচিত এই নারী যেন পরিণত হয়েছেন একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের মূলহোতায়। অভিযোগ অনুযায়ী, তিনি টার্গেট করেন ধনী, প্রভাবশালী ও প্রতিষ্ঠিত ব্যক্তিদের—এরপর কৌশলে গড়ে তোলেন সম্পর্ক, হাতে আসে গোপন তথ্য বা ছবি, আর তারপর শুরু হয় বø্যাকমেইলের নির্মম খেলা। এই প্রতারক নারী উপজেলা মোগরাপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকার মৃত ইউসুফের মেয়ে সোনিয়া। একাধিক বিশ্বস্ত সূত্র জানায়, সনিয়ার প্রতারণা কোনো সাধারণ ঘটনা নয়—এটি সুপরিকল্পিত এবং ঠাÐা মাথার অপারেশন। প্রথমে ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা সরাসরি সামাজিক যোগাযোগের মাধ্যমে টার্গেটদের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন তিনি। ঘনিষ্ঠতার সুযোগে সংগ্রহ করেন ব্যক্তিগত ছবি, অডিও-ভিডিও ক্লিপ, এমনকি পারিবারিক তথ্যও। এরপরই শুরু হয় ভয়, হুমকি ও চাঁদার দাবি। কেউ টাকা না দিলে সরাসরি সামাজিক মাধ্যমে কনটেন্ট ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো হয়। কখনো আবার ভুয়া আইনি হুমকিও দেওয়া হয়, যাতে ভুক্তভোগী আতঙ্কে পড়ে দ্রæত চুপসে যান। ভুক্তভোগীদের নীরবতা, সনিয়ার সাহস এখন পর্যন্ত অন্তত ৭-৮ জন ভুক্তভোগীর নাম জানা গেছে, যারা তার ফাঁদে পড়ে লাখ লাখ টাকা দিয়েছেন। কিন্তু সামাজিক সম্মান আর পারিবারিক ভয়েই কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না। এতে সনিয়া হয়ে উঠেছেন আরও বেপরোয়া। একজন ভুক্তভোগী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “সে আসলে এক ধরনের মানসিক খুনী—মানুষের দুর্বলতা খুঁজে বের করে সেটিকে অস্ত্র বানায়। আর এ কাজে সে একা না, তার পেছনে একটি চক্র আছে যারা সবকিছু ম্যানেজ করে।” স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন। এখনো কেউ লিখিত অভিযোগ না দেওয়ায় পুলিশের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তবে সনিয়ার কার্যক্রম নিয়ে গোয়েন্দা পর্যায়ে নজরদারি শুরু হয়েছে বলে জানা গেছে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) মফিজুর রহমান বলেন, “যদি কেউ প্রমাণসহ অভিযোগ দেয়, আমরা অবশ্যই দ্রæত ব্যবস্থা নেব। এ ধরনের বø্যাকমেইল গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত।” সনিয়ার মতো প্রতারকদের বিরুদ্ধে ভুক্তভোগীরা যদি নীরব থাকেন, তাহলে এই সামাজিক বিষবৃক্ষ আরও ডালপালা মেলবে। তাই এখনই সময়—সাহসিকতার সঙ্গে সত্য সামনে এনে, আইনানুগ পথে প্রতিরোধ গড়ে তোলার। বø্যাকমেল করে অর্থ হাতিয়ে নেওয়া—এই অপকর্মকেই পেশা বানিয়েছেন এমন এক নারী সোনিয়া, যার বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল। স¤প্রতি ফের নতুন করে একাধিক ভুক্তভোগী তার প্রতারণার কৌশল ফাঁস করেছেন। তাদের অভিযোগ, সোনিয়া প্রথমে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন, এরপর ব্যক্তিগত ছবি বা তথ্যকে হাতিয়ার বানিয়ে শুরু হয় ভয়ভীতি ও অর্থ আদায়ের চক্র। এ ধরনের কর্মকাÐ আগেও তার বিরুদ্ধে উঠেছিল এবং একাধিকবার ফেসবুক, টিকটকসহ নানা প্ল্যাটফর্মে তা নিয়ে আলোচনা হয়েছে। সাইবার অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, এটি একটি পরিকল্পিত বø্যাকমেইল চক্রের অংশ হতে পারে, যার পেছনে আরও সক্রিয় সদস্য থাকতে পারে। এই বিষয়ে সনিয়ার সঙ্গে মেসেঞ্জারে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি, তবে ভুক্তভোগীরা এরইমধ্যে আইনগত সহায়তা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

 




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা