আজ রবিবার | ২৫ মে ২০২৫ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ২৬ জিলকদ ১৪৪৬ | দুপুর ১:৫০

বন্দরে সাবেক যুবদল নেতাকে হত্যার চেষ্টাকারীরা অধরা

ডান্ডিবার্তা | ১০ এপ্রিল, ২০২৫ | ১২:০৬ অপরাহ্ণ

বন্দর প্রতিনিধি
বন্দরে ২৬ নং ওয়ার্ডের যুবদলের সাবেক সভাপতি সফর আলী(৫২)কে হত্যার চেষ্টাসহ নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাটের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। এ ঘটনায় আহত সাবেক যুবদল নেতার ভাগ্নি সোনিয়া আক্তার বাদী হয়ে গতকাল বুধবার বাদী হয়ে হামলাকারি রাসেল, মনির, আলামিন, জিসান, মামুন, আনু, সেলিম, সজিব, রাজ খান পলাশ, সারোয়ার, হাসান, শাহআলম, কবির, জাবেদ, আলামিনসহ ৪০/৫০ জনকে অজ্ঞাত নামা আসামী করে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি। এর আগে গত ২৮ মার্চ বিকেলে পৌনে ৬টায় ও গত ১ এপ্রিল রাত ১টায় বন্দর থানার রামনগর ইস্পাহানী এলাকায় দুই দফা সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। অভিযোগের তথ্য সূত্রে জানা গেছে, বন্দর থানার রামনগর এলাকার বাসিন্দা আব্দুল করিম মিয়ার ছেলে সাবেক যুবদল নেতা সফর আলী সাথে একই এলাকার মতি মিয়ার ছেলে রাসেলের দীর্ঘ দিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে পূর্ব শত্রæতা চলছিল। এর জের ধরে গত ২৮ মার্চ বিকেল রাসেল, আলামিন,জিসান, মামুন, আনু, সেলিম, সজিব, রাজ খান পলাশ, সারোয়ার, হাসান, শাহআলম, কবির, জাবেদ, আলামিনসহ অজ্ঞাত নামা ৪০/৫০ জন দেশীয় অস্ত্র, রামদা, চাইনিজ চাপাতি, ছুরি, দা, লোহার রড় ও লাঠি সোটা নিয়ে সাবেক যুবদলের নেতাকো হত্যার উদ্দেশ্যে অতর্কিত ভাবে হামলা করে । ওই সময় হামলাকারি ৩নং আসামী আলামিন সাবেক যুবদল নেতা সফর আলীকে হত্যার উদ্দেশ্যে রামদা দিয়ে মাথায় কোপ মারে, উক্ত কোপ মাথার মাঝ বরাবর লেগে গুরুত্বর রক্তাক্ত জখম হয়। ৭নং আসামী আনু তার হাতে থাকা চাইনিজ চাপাতি দিয়ে যুবদল নেতাকে হত্যার উদ্দেশ্যে কোপ মারিলে উক্ত কোপ তার ডান কাধে লেগে গুরুত্বর কাটা রক্তাক্ত জখম হয়। পরবর্তীতে জখমপ্রাপ্ত যুবদল নেতাকে ১নং আসামী রাসেল হাসপাতালে গিয়ে পূনরায় কিল ঘুষি মেরে নিচের ঠোটে রক্তাক্ত ও গুরুত্বর জখম করে এবং হাসপাতালের ব্যবস্থাপত্র ছিনিয়ে নেয়, যাতে করে ভিকটিম আইনগত ব্যবস্থা গ্রহন করতে না পারে। এ ছাড়া যুবদল নেতার ভাই রশিদকে হত্যার উদ্দেশ্যে ৫নং আসামী মামুন উক্ত সাক্ষীর ঘাড়ের ডান পাশে চাপাতি দিয়ে কোপিয়ে জখম করে। আহত রশিদকে ৮নং আসামী মোঃ সেলিম তার হাতে থাকা রামদা দিয়ে ডান হাতের কবজির উপর কোপ মারিয়া গুরত্বর রক্তাক্ত জখম করে, যার ফলে ডান হাতের রগ কেটে যায়। ৩নং সাক্ষী মোঃ সফিকুল ইসলামকে ৫নং আসামী জিসান উক্ত সাক্ষীকে মারিয়া বাম হাতের তর্জনীয় আঙ্গুল কাটা জখম করে। এ ছাড়াও গত ১ এপ্রিল রাত ১টায় প্রতিপক্ষ রাসেলের হুকুমে তারা বাড়ির মহিলাদের ধারালো অস্ত্রের ভয় দেখিতে স্ট্রিলের আলমারীর ডয়ারে থাকা অভিযোগকারীর নানী মোসা: জোহরা বেগমের ২ ভরি স্বর্নের গহনা (২টি হাতের বালা, গলার চেন ১টি, কানের এক জোড়া দুল) এবং অভিযোগকারীর, চার মামীর মোট ৯ ভরি স্বনের গহনা, সর্বমোট ১১ ভরি গহনা ও নগদ পাঁচ পক্ষ টাকা লুটপাট করে নিয়ে যায়। এবং সকল আসামীগন বাড়িঘর ভাংচুর করে প্রাননাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এ ব্যাপারে বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা