আজ রবিবার | ১৮ মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ১৯ জিলকদ ১৪৪৬ | রাত ৯:৪৬

নগর ভবনের গেইটের সামনে ভাঙ্গারীর স্তুপ

ডান্ডিবার্তা | ১০ এপ্রিল, ২০২৫ | ১২:২১ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর প্রধান কার্যালয় নগর ভবনের মুল প্রবেশদ্বারের পাশে সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী যতœ সহকারে রোপণ করেছিলেন দেশী বিদেশি বৃক্ষের চারা। গড়ে তুলেন অপরূপ সৌন্দর্য্যের বাগান। বর্তমানে সেই প্রবেশদ্বার পাশের বাগানটি নগর ভবন কর্তৃপক্ষের অযতœ অবহেলার কারণে শোভা নষ্ট হবার পথে। সূত্রে জানা যায় যে, নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের ঘোষিত গ্রীন এন্ড ক্লিন কার্যক্রম বাস্তবায়নের অংশিদ্বার হিসেবে কাজ করে চলছেন নগরভবন কর্তৃপক্ষ। কিন্তু নগর পরিচ্ছন্ন করতে সিটি কর্পোরেশন নারায়ণগঞ্জ শহরের চারপাশ থেকে অপসরন করে আনা ফ্যাসটুন, ব্যানার দিয়ে আর্বজনার স্তুপ করে রাখা হয়েছে সাবেক মেয়র আইভি’র সাজানো বাগানের সাথে। এতে নষ্ট হচ্ছে বাগান ও বাগানের সৌন্দর্য। গতকাল বুধবার দুপুর ১২ টায় নগর ভবনে আসা অনেকেই এ দৃশ্য দেখে আলোচনা সমালোচনা করছে এমনটাই লক্ষ করা যায়। অনেকের মতে নগর মাতা আইভি দ্বায়িত্বে নেই বলে আজ নগর ভবন অবহেলিত। আর যাহারা দ্বায়িত্বে রয়েছেন তারা তাদের কর্তব্যে উদাসীন। অপসারণ করে আনা এই মালামাল গুলো কি কারনে এনে এভাবে ভবনে চোখের সামনে রাখা হয়েছে তা অনেকের বোধগম্য নয়। অন্য কোন স্থানে রাখলে ভালো হতো বলে অনেকের মতামত। এ বিষয়ে কয়েকজনের সঙ্গে কথা বললে তারা আক্ষেপ করে বলেন, সাবেক মেয়র আইভি সকালে কার্যালয়ে প্রবেশ করে প্রথমেই চোখ রাখতেন এই বাগানের দিকে। বাগানে রোপণ করা গাছগুলো ঠিক মতো পরিচর্যা হয়েছে কিনা তা তিনি হেটে হেটে দেখতেন সময় করে নিজেও যতœ নিতেন। আইভি যেমন ছিলেন জনবান্ধব ঠিক তেমন ছিলেন পরিবেশবান্ধব। তার সময় কালে সৌন্দর্য বর্ধনে নারায়ণগঞ্জ শহরে অনেক বৃক্ষ রোপণ হয়েছে। তিনি নারায়ণগঞ্জ শহরকে সৌন্দর্যের নগরী হিসেবে গড়ে তুলেছিলেন। আজ তিনি এই ভবনের দ্বায়িত্বে নেই বলে সবকিছুর উজ্জ্বলতা ও পরিচর্যা যেনো অবহেলিত। প্রতিদিন এই নগর ভবনে সেবা গ্রহণে ও ভবনের সৌন্দর্য উপভোগ করতে বহু মানুষের আগমন ঘটে। কিন্তু প্রবেশ পথের পাশে বাগানের সাথে আবর্জনার স্তুপ দেখে সচেতন মহল বিচলিত। নগরবাসীর দাবি দ্রæত এই স্থান থেকে আবর্জনা অপসারণ করে বাগান ও নগর ভবনের সৌন্দর্য ফিরিয়ে আনা হোক।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা