আজ মঙ্গলবার | ১৩ মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ১৪ জিলকদ ১৪৪৬ | রাত ৪:১৬

ফিলিস্তিনিদের উপর ইসরাইলের হত্যাযজ্ঞের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিক্ষোভ

ডান্ডিবার্তা | ১১ এপ্রিল, ২০২৫ | ১১:৩২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
গাজা ও রাফায় ইসরায়েলী বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে র‌্যালি করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরাসহ নিয়ে বিশাল র‌্যালি করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। এসময়ে সংহতি প্রকাশ করে র‌্যালিতে মুসলমানদের পাশপাশি হিন্দু স¤প্রদায়ের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শহরের মিশন পাড়া হোসিয়ারি কমিউনিটি সেন্টারের সামনে থেকে মহানগর বিএনপির র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিতাইগঞ্জ নগর ভবনের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালিতে নেতাকর্মীরা জাতীয় পতাকা ও দলীয় পতাকার সাথে ফিলিস্তিনের পতাকা ও বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে অংশ করেন। র‌্যালি শেষে মহানগর বিএনপির আহŸায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেন, আমরা ফিলিস্তিনি ভাই-বোনদের পক্ষে আছি। সাম্রাজ্যবাদী আমেরিকার নির্দেশে ইহুদীবাদী ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনী জনগণের ওপর গণহত্যা চালাচ্ছে। তাদের অন্যায়ের প্রতিবাদে আমরা রাজপথে দাড়িয়েছি। আমরা আশা করছি, পৃথিবীর সকল গণতান্ত্রিক দেশ প্রতিবাদী জানাবে। এসময়ে অন্যান্য বক্তারা ইসরায়েলি পণ্য বর্জন, গাজা ও রাফায় নির্বিচারে শিশুসহ গণহত্যা বন্ধ, যুদ্ধাপরাধের দায়ে ইসলায়েল সরকার প্রধানের যথাযথ বিচার, ফিলিস্তিনের সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দিতে আন্তর্জাতিক স¤প্রদায়কে পাশে থাকার আহŸান জানান। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহŸায়ক এড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় র‌্যালিতে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর সিনিয়র যুগ্ম আহŸায়ক এড. জাকির হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক মাশুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির যুগ্ম আহŸায়ক এড. সরকার হুমায়ূন কবির, মনির হোসেন খান, আনোয়ার হোসেন আনু, ফহেত মোহাম্মদ রেজা রিপন, মহানগর বিএনপির আহŸায়ক কমিটির সদস্য এড. রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, মাসুদ রানা, এড. এইচ এম আনোয়ার প্রধান, মাহবুব উল্লাহ তপন, বরকত উল্লাহ, রাশিদা জামাল, ফারুক হোসেন, কামরুল ইসলাম চুন্নু সাউদ, মহানগর যুবদলের আহŸায়ক মনিরুল ইসলাম সজল, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুন উর রশিদ লিটন, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহম্মেদ, সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ, মহানগর শ্রমিকদলের আহŸায়ক এস এম আসলাম, সদস্য সচিব ফারুক হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক সাখাওয়াত ইসলাম রানা, সদস্য সচিব মমিনুর রহমান বাবু, বিএনপি নেতা আক্তার হোসেন, আবুল হোসেন রিপন, আক্তার হোসেন, শেখ সেলিম, আলমগীর কবির চঞ্চল, ইকবাল হোসেন, নজরুল ইসলাম সরদার, শাহাদুল্লাহ মুকুল, সাইফুল ইসলাম বাবু, হিরা সরদার, ইকবাল হোসেন, সোহেল খান বাবু, মহানগর কৃষক দলের সভাপতি খন্দকার এনামুল হক স্বপন, মহানগর মহিলাদলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, গোগনগর বিএনপির সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মিয়াজী, আলীরটেক ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তাঁরা মিয়া, সাধারণ সম্পাদক শাহিন আহমেদ, ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খন্দকার, সাধারণ সম্পাদক মহসিন মিয়া, মদনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন ভূইয়া, সাধারণ সম্পাদক শাহেন শাহ্ মিঠু, বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু আহম্মেদ, সাধারণ সম্পাদক মাসুদ রানা, মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহাজাদা আলম রতন, মহানগর ওলামা দলের আহŸায়ক হাফেজ শিবলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা