আজ সোমবার | ৫ মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ৬ জিলকদ ১৪৪৬ | রাত ১০:৪০

নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে আজ বাংলাদেশ জ্যোতিদের প্রতিপক্ষ স্কটল্যান্ড

ডান্ডিবার্তা | ১৫ এপ্রিল, ২০২৫ | ১১:৪৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট

টানা তৃতীয় জয়ের লক্ষ্যে আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) মাঠে নামছে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকেল ৩টায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে জ্যোতিদের প্রতিপক্ষ স্কটল্যান্ড।নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে দারুণ করছে বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররা। পাকিস্তানের কাছে হারলেও থাইল্যান্ডকে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে স্কটিশরা। বাংলাদেশের জন্য তাই অপেক্ষা করছে কঠিন লড়াই।স্কটল্যান্ডকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বাংলাদেশের সামনে। আসরে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালি ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে তারা।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ১৭৮ রানের বিশাল ব্যবধানে হারায় বাংলাদেশ। রেকর্ড গড়া জয়ে হয় শুভসূচনা। আয়ারল্যান্ড ম্যাচটি অবশ্য সহজ হয়নি। শেষ দিকের রোমাঞ্চ আর অনিশ্চয়তা পেরিয়ে বাংলাদেশ পায় ২ উইকেটের জয়। যে জয় মূলত এনে দিয়েছে বিশ্বাস। বিরুদ্ধ পরিস্থিতিতে ম্যাচ বের করে আনার সাহস পেয়েছে নারীরা।

স্কটল্যান্ডকে আজ হারাতে পারলে বাংলাদেশ উঠে যাবে পয়েন্ট টেবিলের শীর্ষে। ছন্দে থাকা লাল-সবুজের দল নিয়ে শঙ্কা আছে কমই। ফুরফুরে মেজাজে এবং ফিটনেস নিয়ে জ্যোতি-শারমিনদের আত্মবিশ্বাস তুঙ্গে।এখন পর্যন্ত ৩ ম্যাচে ৩ জয়ে পাকিস্তান আছে পয়েন্ট টেবিলে সবার ওপরে। ২ ম্যাচে ২ জয় বাংলাদেশের।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা