আজ বুধবার | ২০ আগস্ট ২০২৫ | ৫ ভাদ্র ১৪৩২ | ২৫ সফর ১৪৪৭ | সকাল ৭:৪৮

গণহত্যাকারী আ’লীগকে নিষিদ্ধ করতে হবে

ডান্ডিবার্তা | ১০ মে, ২০২৫ | ৯:৩৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি বলেছেন, গত জুলাই-আগষ্টসহ বিগত পনের বছরে আওয়ামী লীগের অপরাধের ব্যাপকতা ও মাত্রা এতো বেশি যে, আওয়ামী লীগকে আর রাজনৈতিক দল বলা যায় না। এটা বরং ভয়ংকর অপরাধীদের একটি অপরাধচক্র। এরা রাজনীতি করার অধিকার হারিয়েছে। এদেরকে রাজনীতি করতে দেয়ার মানে একটি ভয়ংকর অপরাধীচক্রকে আবারো নির্মমতা চালানোর সুযোগ করে দেয়া। গতকাল শুক্রবার বিকাল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৭নং ওয়ার্ড কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরিউক্ত কথা বলেন। ২৭ নং ওয়ার্ড সভাপতি মোঃ আব্দুল হক মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সুলতান মাহমুদ সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর, বিশেষ অতিথি ডাক্তার আব্দুল্লাহ আল মামুন, সভাপতি বন্দর উত্তর থানা, আলহাজ্ব আবুল হাসান সভাপতি বন্দর দক্ষিন থানা। তিনি আরও বলেন, নারী সংস্কার কমিশনের প্রস্তাব কুরআন-হাদীস ও এদেশের মানুষের হাজার বছরের ইতিহাস-ঐতিহ্যের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। নারী কমিশনের প্রস্তাবনায় যৌনকর্মে নিষ্পেষিত নারীদের রক্ষার বদলে তার ওপরে চলা নির্মমতাকে শ্রম আখ্যা দিয়ে নারীকে এক বিভৎস চক্রে আটকে ফেলার ষড়যন্ত্র করা হয়েছে। নারীর সাথে এই ধরণের নির্মমতার প্রস্তাব যে কমিশন করে তাদের কমিশন বাতিল করতেই হবে। পরিশেষে, ২৭নং ওয়ার্ড ২০২৫-২৬ সেশনের নতুন কমিটিতে সভাপতি হিসেবে মো. সাইফুল ইসলাম বাবু, সহ সভাপতি -মো ফয়সাল মাহমুদ, সেক্রেটারি মো. মনিরুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক – মো মামুনুর রশিদ-এর নাম ঘোষণা করা হয়।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা