আজ মঙ্গলবার | ১৯ আগস্ট ২০২৫ | ৪ ভাদ্র ১৪৩২ | ২৪ সফর ১৪৪৭ | দুপুর ২:০২

আইনজীবী সমিতির নির্বাচনী লড়াইয়ে ৪৯জন

ডান্ডিবার্তা | ১৯ আগস্ট, ২০২৫ | ১০:৩৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের সময় শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। এতে ১৭টি পদে লড়বেন ৩ প্যানেলের ৪৮ জন ও স্বতন্ত্র ১ জনসহ মোট ৪৯ জন প্রার্থী। এর আগে মনোনয়ন প্রত্যাহার করেছেন স্বতন্ত্র প্রার্থী এড. হাফিজুর রহমান মাসুদ। গতকাল সোমবার প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আবদুল বারী ভূঁইয়াসহ অন্য কমিশনাররা চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করেন। এতে নির্বাচনে অংশ নিচ্ছে— জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত এড. সরকার হুমায়ূন কবীর ও এড. এইচ. এম. আনোয়ার প্রধানের পূর্ণ প্যানেল, জামায়াত সমর্থিত বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত এড. হাফিজুর রহমান ও এড. মো. মাইনউদ্দিন মিয়ার পূর্ণ প্যানেল এবং আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি প্রার্থী এড. রেজাউল করিম খান রেজা ও সাধারণ সম্পাদক প্রার্থী এড. শেখ মো. গোলাম মোর্শেদ গালিবের আংশিক প্যানেল, পাশাপাশি স্বতন্ত্র হিসেবে থাকছেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী। চূড়ান্ত প্রার্থীদের তালিকা — সভাপতি পদে অ্যাডভোকেট এ. হাফিজ মোল্লা, অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবীর, অ্যাডভোকেট মো. রেজাউল করিম খান রেজা; সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডভোকেট কাজী আ. গাফ্ফার, অ্যাডভোকেট সামসুজ্জামান খোকা, অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর দেওয়ান; সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মোহাম্মদ আনিছুর রহমান, অ্যাডভোকেট মো. সাদ্দাম হোসেন, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন; সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. মাইনউদ্দিন মিয়া, অ্যাডভোকেট শেখ মো. গোলাম মোর্শেদ গালিব, অ্যাডভোকেট এইচ. এম. আনোয়ার প্রধান; যুগ্ম-সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট এ.কে.এম. ওমর ফারুক নয়ন, অ্যাডভোকেট আল-আমিন, অ্যাডভোকেট মো. আব্দুল মোমেন; কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট মোহাম্মদ শাহাজাদা দেওয়ান, অ্যাডভোকেট মো. আফজাল হোসেন, অ্যাডভোকেট ইস্রাফিল; আপ্যায়ণ সম্পাদক পদে অ্যাডভোকেট মোহাম্মদ মাইনউদ্দিন রেজা, অ্যাডভোকেট মো. শাহ্ আলম (শামিম), অ্যাডভোকেট মোহাম্মদ নিজাম উদ্দিন; লাইব্রেরী সম্পাদক পদে অ্যাডভোকেট মো. আলী আজ্জম, অ্যাডভোকেট মুহা. গোলাম সারোয়ার, অ্যাডভোকেট হাবিবুর রহমান; ক্রীড়া সম্পাদক পদে অ্যাডভোকেট মো. শহীদ সারোয়ার, অ্যাডভোকেট আমিনুল ইসলাম, অ্যাডভোকেট মো. ইমরান হোসেন; সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট নার্গিস পারভীন, অ্যাডভোকেট মো. সারোয়ার জাহান, অ্যাডভোকেট মো. মজিবুর রহমান; সমাজসেবা সম্পাদক পদে অ্যাডভোকেট শাহনাজ পারভীন হীরা, অ্যাডভোকেট রাজিব মন্ডল, অ্যাডভোকেট মো. নূর-ই-আলম; আইন ও মানবাধিকার সম্পাদক পদে অ্যাডভোকেট মণি গাঙ্গুলী, অ্যাডভোকেট মামুন মাহমুদ মিয়া, অ্যাডভোকেট মো. মাসুদুর রহমান। ৫টি কার্যকরী সদস্য পদে লড়বেন অ্যাডভোকেট মুহাম্মদ আনওয়ারুল আজিম চৌধুরী, অ্যাডভোকেট মো. গোলাম মোস্তফা, অ্যাডভোকেট আনিসুর রহমান, অ্যাডভোকেট ফাতেমা আক্তার সুইটি, অ্যাডভোকেট আফরোজা জাহান, অ্যাডভোকেট মো. তেহসিন হাসান, অ্যাডভোকেট দেওয়ান আশরাফুল ইসলাম, অ্যাডভোকেট রাকিবুল হাসান, অ্যাডভোকেট আবু রায়হান, অ্যাডভোকেট তাওফিকুল ইসলাম, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, অ্যাডভোকেট আবদুর রব। উল্লেখ্য, আগামী ২৮ আগস্ট আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা