আজ মঙ্গলবার | ১৯ আগস্ট ২০২৫ | ৪ ভাদ্র ১৪৩২ | ২৪ সফর ১৪৪৭ | বিকাল ৩:১২

আওয়ামী দোসররা সংঘবদ্ধ হচ্ছে

ডান্ডিবার্তা | ১৯ আগস্ট, ২০২৫ | ১০:৪৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বন্দরে আওয়ামীলীগ নেতারা সংঘবদ্ধ হতে শুরু করেছে। এর মধ্যে নাসিক ২৪ ও ২৫ নং ওয়ার্ডের নেতারা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং নিজ নিজ বাড়িতে অবস্থান করে এখনো এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা অব্যাহত রেখেছে। তারা রাতে প্রবীন আওয়ামীলীগ নেতা শহীদুল্লাহ মাস্টারের নেতৃত্বে গোপনে মিটিং করার অভিযোগ পাওয়া গেছে। গোয়েন্দারা এখনো তাদের প্রতি নজর না দেয়ায় তারা নির্ভিঘেœ তাদের তৎপরতা অব্যহত রেখেছে। স্থানীয়রা জানান, আওয়ামীলীগ নেতারা শহরে প্রশাসনের নজরধারী বেশী থাকায় তারা বন্দরের বিভিন্ন এলাকায় তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। গোপনে মিটিং করার জন্য তারা এক একেক দিন একেক সময় একাধিক স্থান বেছে নেয়। কখনো কোন পার্কে, আবার কখনো কারো বাড়ি বসে মিটিং করে। এরা বৈষম্য বিরোধী আন্দোলনের সময় বন্দরের মদনপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মদনপুর ইউপি চেয়ারম্যান প্রভাবশালী আওয়ামীলীগ নেতা এম এ সালামের নেতৃত্বে ছাত্র-জনতার উপর হামলা ও গুলি চালিয়েছে। তবে এখনো তারা গ্রেফতার হয়নি। তাদের মধ্যে কারো কারো হত্যা মামলা থাকলেও পুলিশ তাদের এখনো গ্রেফতার করতে পারেনি। স্থানীয় একটি সূত্র জানায়, জেলা আওয়ামীলীগের সংস্কৃতি সম্পাদক ২৫নং ওর্য়াড এলাকার মৃত আব্দুল লতিফ মেম্বারের ছেলে নূর হোসেন, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহার একান্ত দোসর বন্দরের দক্ষিণ লক্ষণখোলা এলাকার ২৫নং ওয়ার্ডের মৃত চান মিয়া সরদারের ছেলে হাজী আক্তার, মৃত মোজাফ্ফর সরদারের ছেলে শাহজালার কাইল্যা, মৃত আহাম্মদ আলী ছেলে ফয়েজ আহাম্মদ, মৃত আব্দুল করিম মিয়ার ছেলে আরজাইল্যা বাবুল, মৃত শহিদ ওরফে পাখি মিয়ার ছেলে শামীম, ফালান মোল্লার ছেলে সজিব মোল্লা, এলাম মিয়ার ছেলে স্বেচ্ছাসেবকলীগ নেতা মামুন, সেলিম সাউদের ছেলে ইমরান, জাতীয়পার্টি নেতা শাওন, মৃত চাঁন মিয়ার ছেলে হোন্ডাবাহিনী আজমেরী ওসমানের সহচর কবির হোসেন, ২৫নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ইউসুফ, মৃত নূরা মিয়ার ছেলে মিন্টু, জেলা আওয়ামীলীগ নেতা হাসেম, শাহ সুফি, নিজাম, গাজী, শাহজাহান, আলমাছ, শাহআলম মিয়ার ছেলে পারভেজ, মৃত সালাম মাস্টারের ছেলে সৈয়দ আহাম্মেদ, মৃত আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে গুলজার হোসেন, লক্ষণখোলা পাতাকাটা এলাকার মৃত রহিম মিয়ার ছেলে আক্তার হোসেন, বক্তারকান্দী এলাকার আওয়ামীলীগ নেতা ও সিবিএ নেতা শামীম, দাসেরগাঁও হাজীবাড়ি এলাকার তোফাজ্জল হোসেন মঞ্জু, চৌড়াপাড়া এলাকার নিজাম মিয়ার ছেলে রাব্বি, আ: মতিনের ছেলে রিংকু, দক্ষিণ লক্ষণখোলা এলাকার মৃত সোলেমান মিয়ার ছেলে আক্তার হোসেন চৌড়াপাড়া এলাকার গ্যারেজ মালিক শাহজালালের ছেলে জামাল মাস্টার, ডালিম সর্দার, আক্তার মোল্লা, দাশেরঁগাওয়ের আশ্রাব উদ্দিন, উত্তর লক্ষণখোলা এলাকার আব্দুল হালিম, ও বক্তারকান্দি এলাকার মালেক মুন্সীর ছেলে আব্দুল মোমেন মাস্টার, আব্দুল মতিনের ছেলে সোহেলরা গত ১৫ আগষ্টে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করে। বিএনপি নেতারা বিষয়টি টের পেয়ে এলাকায় অবস্থান করলে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারেনি। পরে তারা রাতে স্থানীয় একটি মাদ্রায় শেখ মুজিবের নামে দোয়া অনুষ্ঠান করে আওয়ামীলীগের শোক দিবস পালন করেন। এছাড়া বিগত সময় ভোট চুরি, কেন্দ্র দখল, প্রিজাইডিং অফিসারকে মারধর করে ব্যালট ছিনিয়ে নেয়ার মতও অভিযোগ রয়েছে। তারা আগামী নির্বাচনে যাতে ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে সেই ছকও আঁকছে বলেও অভিযোগ পাওয়া গেছে। তারা বিভিন্ন ভাবে একে অপরকে অতি গোপনে ডেকে এনে একত্রি হয়ে সরকারের বিরুদ্ধে নানা পরিকল্পনা করে। তারা গোপালগঞ্জের মত নারায়ণগঞ্জে পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে। তাদের গোপন মিটিংয়ে শহরের অনেক নেতা এসে যোগ দেয়। নাসিক ২৫নং ওয়ার্ডের খুব কাছাকাছি হওয়ায় বেশী ভাগ নেতা সিদ্ধিরগঞ্জ অঞ্চল থেকে যোগ দেয় বলেও একাধিক সূত্র নিশ্চিত করেছে। তাদের পরিকল্পনা নির্বাচনের আগে নারায়ণগঞ্জে বড় ধরনের অরাজকতা সৃষ্টি করা। যাতে এর রেশ সারা দেশে পড়ে। যাতে সেই রেষের কারণে নির্বাচন বানচাল হয়ে যায় এবং সরকারের প্রতি সাধারণ মানুষের অনাস্থা বৃষ্টি পায়। স্থানীয়দের দাবি কোন প্রকার অরাজকতা সৃষ্টির আগেই তাদের প্রতিহত করতে হবে। তাই আউন শৃঙ্খরা বাহিনী যেন তাদের দ্রুত গ্রেফতার করে নারায়ণগঞ্জের পরিবেশ শান্ত রাখার পদক্ষেপ নেয়। স্থানীয়রা আরো জানান, এ সকল আওয়ামী দোসররা এখনো তারা এলাকায় প্রভাব বিস্তার করে চলে। তাদের প্রতিহন করা গেলে নারায়ণগঞ্জ ও বন্দর যে কোন সময় অস্থির হওয়ার সম্ভাবনা রয়েছে বলে অনেকে ধারনা করছেন। তাই তাদের আইনের আওতায় নেতার দাবি স্থানীয়দের।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা