আজ মঙ্গলবার | ১৯ আগস্ট ২০২৫ | ৪ ভাদ্র ১৪৩২ | ২৪ সফর ১৪৪৭ | দুপুর ১:৪৩

খালে ময়লা ফেললেই আইনগত ব্যবস্থা: ডিসি

ডান্ডিবার্তা | ১৯ আগস্ট, ২০২৫ | ১০:২৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) জাহিদুল ইসলাম মিয়া বলেন, ‘খাল পরিষ্কারের পরেও অল্প কয়েক দিনের মধ্যেই ময়লা ফেলে আবার খালগুলো ভরাট করে ফেলা হচ্ছে। এ সমস্যা সমাধানে আমরা খালের পাশে ময়লা ফেলার নির্দিষ্ট জায়গা করে দিচ্ছি। এলাকার মসজিদে মসজিদে ও অন্যান্যভাবে প্রচারণা চালাচ্ছি। খালে ময়লা না ফেলার ব্যাপারে মানুষকে সচেতন করার চেষ্টা চলছে। এরপরেও যদি আমরা খাল পরিষ্কার রাখতে না পারি তাহলে যারা খালে ময়লা ফেলবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’ গতকাল সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় জেলা মৎস্য কর্মকর্তা ড. ফজলুল কাবীরের সভাপতিত্বে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও মৎস্যচাষিরা অংশ নেন। বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতি, পুষ্টি ও কর্মসংস্থানে মৎস্য খাতের অবদান অনন্য। সরকারের টেকসই উন্নয়ন অর্জনে মাছ চাষ সম্প্রসারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠান শেষে সফল মৎস্যচাষিদের পুরস্কৃত করা হয়। এছাড়া র‌্যালি, সেরা মৎস্য খামারিদের মধ্যে পুরস্কার বিতরণ এবং দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জেলা কারাগারের সামনের পুকুরে বিভিন্ন দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন জেলা প্রশাসক।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা