
ডান্ডিবার্তা রিপোর্ট
আওয়ামীলীগের সাথে কোন আপোষ করবে না বিএনপি এমন ঘোষনা দিয়েছে বিএনপির কেন্দ্রীয় নেতারা। কিছুদিন আগে বিএনপি বলেছিল আওয়ামীলীগের যারা ভাল লোক তারা বিএনপিতে যোগদান করতে পারবে। কিন্তু বিএনপির তৃনমূল থেকে এর জোড়ালো প্রতিবাদ করায় এ ঘোষনা থেকে ফিরে এসেছে বিএনপি। এ নিয়ে নারায়ণগঞ্জের একাধিক নেতা বলেন, আওয়ামীলীগকে বিশ^াস করা যায় না। তারা সুঁই হয়ে প্রবেশ করবে আর কুঠার হয়ে বের হবে। কারণ তারা বিএনপিকে কখনো মেনে নেয়নি আর মেনে নিতেও পারবে না। এখন আওয়ামীলীগ বিপদে পড়েছে তাই তারা চাইবে পিঠ বাঁচাতে বিএনপির ছায়াতলে আশ্রয় নিতে। আর আওয়ামীলীগকে এ সুযোগ দিলে বিএনপির জন্য হবে আত্মঘাতি। আওয়ামীলীগের নেতাকর্মীরা পথ খুজছে কিভাবে তারা তাদের দুর্নীতি ঢাকতে। এ জন্য তৃনমূল আওয়ামীলীগকে সুযোগ না দেয়ার পক্ষে সোচ্চার হয়ে উঠে। এ ব্যপারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আমরা বেঁচে থাকতে আওয়ামী লীগের সঙ্গে আপস নয়। কেউ আপস করতে চাইলে, আমরা বাধা দেবো। নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহত ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের প্রতিবন্ধকতা দূরীকরণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নজরুল ইসলাম খান বলেন, দীর্ঘ লড়াই-সংগ্রামের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটলেও দেশে এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। আওয়ামী লীগকে পুনর্বাসন করার কোনো প্রশ্নই ওঠে না বলে মন্তব্য করে তিনি বলেন, ‘যে দলটি বিএনপির চেয়ারপারসনকে বিনা কারণে কারাবন্দি রেখেছে, তারেক রহমানকে নির্বাসনে পাঠিয়েছে, যাদের বিরুদ্ধে লাখ লাখ মিথ্যা মামলা করা হয়েছে— আমরা সেই আওয়ামী লীগের পুনর্বাসন করবো, এটা কীভাবে সম্ভব?’ তিনি আরও বলেন, ‘দীর্ঘ ১৬ বছরের বেশি সময় ধরে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যাচ্ছি। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী, এই সময়ে ১ হাজার ৭০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। শুধু জুলাই আন্দোলনেই সহস্রাধিক মানুষ খুন হয়েছে, লাখ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, অসংখ্য মানুষ আহত ও অঙ্গহানির শিকার হয়েছেন। ’নজরুল ইসলাম খান বলেন, ‘এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল গণতন্ত্র পুনরুদ্ধার এবং ফ্যাসিবাদী সরকারের পতন। ফ্যাসিবাদের পতন ঘটেছে ঠিকই, কিন্তু এখনো জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়নি। শহীদদের স্বপ্ন বাস্তবায়নে আমাদের ৩১ দফা রূপরেখা রয়েছে, যেটি ২০১৭ সালে খালেদা জিয়ার ‘ভিশন ২০৩০’ ও ২০২৩ সালের ১৩ জুলাই তারেক রহমানের ঘোষিত ২৭ দফা আলোচনার ভিত্তিতে তৈরি হয়েছে। আজকের অন্তর্র্বতী সরকারের সংস্কার প্রস্তাবগুলোর অনেক অংশ আমাদের রূপরেখাতেই অন্তর্ভুক্ত আছে। ’তিনি আরও বলেন, ‘আমরা চাই দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী না থাকুক—এটা আমরাই প্রথম বলেছি। সংবিধান সংশোধনের জন্য পরবর্তী সংসদের জন্য অপেক্ষা করতে হবে। সংলাপ ও ঐকমত্যের ভিত্তিতে সংস্কার করা হোক। নির্বাচন ডিসেম্বরের মধ্যে না হলে তার ব্যাখ্যা সরকারকে দিতে হবে। অপরদিকে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট সরকারি আমলা-কর্মচারী এবং গণমাধ্যমে থাকা কর্মীদের তালিকা প্রকাশের দাবি জানিয়েছে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন। আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), সচিবালয়, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন, গণপূর্ত অধিদপ্তরসহ বিভিন্ন বিভাগ ও দপ্তরে থাকা প্রায় ৩০০ কর্মকর্তার তালিকা প্রকাশ করেছে সংগঠনটি। এছাড়া ফ্যাসিবাদী কার্যক্রমে সংশ্লিষ্টদের চাকরিচ্যুত করে গ্রেপ্তার এবং বিচারের আওতায় আনা, প্রশাসনে থাকা ফ্যাসিবাদী আদর্শ প্রচারের সব পথ বন্ধ করা এবং একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করে ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক রাজনৈতিক শক্তিকে চিহ্নিত ও বিচারের আওতায় নিয়ে আসারও দাবি জানানো হয়েছে।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯