আজ মঙ্গলবার | ২০ মে ২০২৫ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ | ২১ জিলকদ ১৪৪৬ | রাত ৮:৩৭
শিরোনাম:
সিদ্ধিরগঞ্জে শেখ হাসিনা-শামীম-আইভী সহ ২১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা    ♦     ডিজিটাল জরিপে ভ’মি জটিলতা কমে আসবে : মহাপরিচালক    ♦     পলাশ বাহিনী বহাল তবিয়তে    ♦     উদ্বোধনের ৩ বছরেই শীতলক্ষা তৃতীয় সেতুর সংযোগ সড়কে ধ্বস    ♦     শহরে পার্কিং বন্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান    ♦     রুপায়ন টাউনের আওয়ামী ক্যাডার নাজিমুদ্দিনের বাহাদুরি    ♦     সবাইকে নিয়ে দেশটাকে গড়তে হবে: তারেক রহমান    ♦     মামলা বানিজ্যকারীদের পরিনতি স্বৈরাচার হাসিনার মতো হবে    ♦     শীতলক্ষ্যায় কার্গো জাহাজের ধাক্কার আতঙ্কে ১৫ যাত্রীর নদীতে ঝাপ    ♦     কাঠগড়ায় নুসরাত ফারিয়ার ৩০ মিনিট    ♦    

আ’লীগের সঙ্গে আপস করবে না বিএনপি

ডান্ডিবার্তা | ২০ মে, ২০২৫ | ৭:৩৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
আওয়ামীলীগের সাথে কোন আপোষ করবে না বিএনপি এমন ঘোষনা দিয়েছে বিএনপির কেন্দ্রীয় নেতারা। কিছুদিন আগে বিএনপি বলেছিল আওয়ামীলীগের যারা ভাল লোক তারা বিএনপিতে যোগদান করতে পারবে। কিন্তু বিএনপির তৃনমূল থেকে এর জোড়ালো প্রতিবাদ করায় এ ঘোষনা থেকে ফিরে এসেছে বিএনপি। এ নিয়ে নারায়ণগঞ্জের একাধিক নেতা বলেন, আওয়ামীলীগকে বিশ^াস করা যায় না। তারা সুঁই হয়ে প্রবেশ করবে আর কুঠার হয়ে বের হবে। কারণ তারা বিএনপিকে কখনো মেনে নেয়নি আর মেনে নিতেও পারবে না। এখন আওয়ামীলীগ বিপদে পড়েছে তাই তারা চাইবে পিঠ বাঁচাতে বিএনপির ছায়াতলে আশ্রয় নিতে। আর আওয়ামীলীগকে এ সুযোগ দিলে বিএনপির জন্য হবে আত্মঘাতি। আওয়ামীলীগের নেতাকর্মীরা পথ খুজছে কিভাবে তারা তাদের দুর্নীতি ঢাকতে। এ জন্য তৃনমূল আওয়ামীলীগকে সুযোগ না দেয়ার পক্ষে সোচ্চার হয়ে উঠে। এ ব্যপারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আমরা বেঁচে থাকতে আওয়ামী লীগের সঙ্গে আপস নয়। কেউ আপস করতে চাইলে, আমরা বাধা দেবো। নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহত ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের প্রতিবন্ধকতা দূরীকরণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নজরুল ইসলাম খান বলেন, দীর্ঘ লড়াই-সংগ্রামের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটলেও দেশে এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। আওয়ামী লীগকে পুনর্বাসন করার কোনো প্রশ্নই ওঠে না বলে মন্তব্য করে তিনি বলেন, ‘যে দলটি বিএনপির চেয়ারপারসনকে বিনা কারণে কারাবন্দি রেখেছে, তারেক রহমানকে নির্বাসনে পাঠিয়েছে, যাদের বিরুদ্ধে লাখ লাখ মিথ্যা মামলা করা হয়েছে— আমরা সেই আওয়ামী লীগের পুনর্বাসন করবো, এটা কীভাবে সম্ভব?’ তিনি আরও বলেন, ‘দীর্ঘ ১৬ বছরের বেশি সময় ধরে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যাচ্ছি। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী, এই সময়ে ১ হাজার ৭০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। শুধু জুলাই আন্দোলনেই সহস্রাধিক মানুষ খুন হয়েছে, লাখ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, অসংখ্য মানুষ আহত ও অঙ্গহানির শিকার হয়েছেন। ’নজরুল ইসলাম খান বলেন, ‘এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল গণতন্ত্র পুনরুদ্ধার এবং ফ্যাসিবাদী সরকারের পতন। ফ্যাসিবাদের পতন ঘটেছে ঠিকই, কিন্তু এখনো জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়নি। শহীদদের স্বপ্ন বাস্তবায়নে আমাদের ৩১ দফা রূপরেখা রয়েছে, যেটি ২০১৭ সালে খালেদা জিয়ার ‘ভিশন ২০৩০’ ও ২০২৩ সালের ১৩ জুলাই তারেক রহমানের ঘোষিত ২৭ দফা আলোচনার ভিত্তিতে তৈরি হয়েছে। আজকের অন্তর্র্বতী সরকারের সংস্কার প্রস্তাবগুলোর অনেক অংশ আমাদের রূপরেখাতেই অন্তর্ভুক্ত আছে। ’তিনি আরও বলেন, ‘আমরা চাই দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী না থাকুক—এটা আমরাই প্রথম বলেছি। সংবিধান সংশোধনের জন্য পরবর্তী সংসদের জন্য অপেক্ষা করতে হবে। সংলাপ ও ঐকমত্যের ভিত্তিতে সংস্কার করা হোক। নির্বাচন ডিসেম্বরের মধ্যে না হলে তার ব্যাখ্যা সরকারকে দিতে হবে। অপরদিকে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট সরকারি আমলা-কর্মচারী এবং গণমাধ্যমে থাকা কর্মীদের তালিকা প্রকাশের দাবি জানিয়েছে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন। আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), সচিবালয়, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন, গণপূর্ত অধিদপ্তরসহ বিভিন্ন বিভাগ ও দপ্তরে থাকা প্রায় ৩০০ কর্মকর্তার তালিকা প্রকাশ করেছে সংগঠনটি। এছাড়া ফ্যাসিবাদী কার্যক্রমে সংশ্লিষ্টদের চাকরিচ্যুত করে গ্রেপ্তার এবং বিচারের আওতায় আনা, প্রশাসনে থাকা ফ্যাসিবাদী আদর্শ প্রচারের সব পথ বন্ধ করা এবং একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করে ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক রাজনৈতিক শক্তিকে চিহ্নিত ও বিচারের আওতায় নিয়ে আসারও দাবি জানানো হয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা