আজ শুক্রবার | ৪ জুলাই ২০২৫ | ২০ আষাঢ় ১৪৩২ | ৮ মহর্‌রম ১৪৪৭ | সকাল ৮:৫৩

আমি না’গঞ্জবাসীর সেবক হতে চাই

ডান্ডিবার্তা | ০৩ জুলাই, ২০২৫ | ১০:০৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
সদর-বন্দর আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদ বলেছেন, “আমি বিএনপির একজন সক্রিয় কর্মী। এখন এটা নিয়ে অনেকের গায়ে জ্বালা ধরে গেছে। কেউ কেউ প্রশ্ন করেন আমি এতদিন কোথায় ছিলাম। আমি তাদের সমালোচনার জবাব কাজের মাধ্যমে দেব। নারায়ণগঞ্জবাসী উন্নয়নের মাধ্যমে তাদের জবাব দেবে।” গতকাল বুধবার বিকেলে সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের জামিআ মোহাম্মদিয়া নূরানিয়া মাদ্রাসার উদ্যোগে জুলাই-আগস্ট গণআন্দোলনের শহীদদের স্মরণে দোয়া মাহফিলে বক্তব্য রাখেন তিনি। তিনি বলেন, “আমার ১৫-১৬ বছরের অনুপস্থিতি নিয়ে যারা আজ প্রশ্ন তুলছেন, তারা নিজেরাই জানেন আমি কোথায় ছিলাম। কেউ কেউ আমার ছবি খুঁজে বের করার চেষ্টা করছেন, যদি কোথাও শামীম ওসমান বা সেলিম ওসমানের পাশে দেখা যায়। এসব অপপ্রচার করে আমাকে ছোট করা যাবে না। রাজনীতি করতে হলে মানুষের পাশে থাকতে হবে। শুধু মঞ্চে বসে পরের সমালোচনা করে রাজনীতি হয় না।” তিনি আরও বলেন, “রাজনীতি করার যোগ্যতা তাদেরই আছে যাদের আদর্শ, সততা ও নৈতিকতা আছে। আমরা ভুলে যাইনি, কিছু নেতা রাতারাতি ফ্ল্যাট, বাড়ি কিনেছেন তাদের মুখোশ উন্মোচন হবেই, এটা শুধু সময়ের ব্যাপার।” মনোনয়ন প্রসঙ্গে মাসুদুজ্জামান মাসুদ বলেন, “আমাদের মূল উদ্দেশ্য জনপ্রতিনিধি হওয়া নয়, মানুষের সেবা করা। আমাকে প্রতিযোগী ভাববেন না। আমি সবার প্রতি সম্মান রেখে বলছি, দল যদি আমাকে সদর-বন্দর আসনে নমিনেশন দেয়, আমি কাজ করব। আর যদি অন্য কাউকে দেয়, আমি তার পেছনে থেকেই কাজ করব।” দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জামিআ মোহাম্মদিয়া নূরানিয়া মাদ্রাসার সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সৈয়দ হোসেন সরকার। উপস্থিত ছিলেন, জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদৌসুর রহমান, মহানগর বিএনপির যুগ্ম আহŸায়ক আনোয়ার হোসেন আনু, ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শওকত হাশেম শকু, মহানগর বিএনপির সদস্য ফারুক হোসেন, বিল্লাল হোসেন, মনোয়ার হোসেন শোখন, আলীরটেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা